Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ডুরান্ড থেকে ছিটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। ভাল খেলেও শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হল সাদা-কালো শিবিরের। ১-০ গোলে মহামেডানকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠে গেল মুম্বই সিটি এফসি। ৯০ মিনিটের মাথায় দলের হয়ে একমাত্র গোল করেন বিপিন সিং।

২) টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি রবীন্দ্র জাদেজা। হাঁটুর অস্ত্রোপচার হওয়ায় ফের কবে তিনি মাঠে নামতে পারবেন সেই নিয়ে সন্দেহ রয়েছে। তাড়াহুড়ো করতে চাইছেন না জাদেজা নিজেও। বুধবার একটি ছবি পোস্ট করেছেন জাড্ডু। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা লিখেছেন তিনি।

৩) ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ। পদ ধরে রাখতে পারবেন জয় শাহও। বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে থাকতে পারবেন সৌরভ, সচিব থাকতে পারবেন জয় শাহ।

৪) বুধবার প্রয়াত হলেন নরেশ কুমার। ভারতের এই প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতের ডেভিস কাপ দলের এই প্রাক্তন অধিনায়ক। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী তথা চিত্রশিল্পী সুনীতা কুমারকে।

৫) এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পুরস্কার পেলেন বিরাট কোহলি। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ এক লাফে অনেকটা উঠলেন কোহলি। ১৪ ধাপ উঠে তিনি এখন রয়েছেন ১৫ নম্বরে। শেষ তালিকায় তিনি ছিলেন ২৯ নম্বরে।

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশ, ২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি থাকতে পারবেন সৌরভ- জয় শাহ