Wednesday, November 5, 2025

গত আড়াই বছর ধরে লড়াই চলছে তাহলে কি এবার শেষের পথে মারণ ভাইরাস করোনার(Corona) প্রভাব? গত কয়েক সপ্তাহ ধরে যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমেছে তাতে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এক সপ্তাহে এত কম সংক্রমণ বিশ্বের বুকে।

সাল ২০১৯, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিনের (China) বুকে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের হদিশ। তারপর থেকেই অতিমারির দাপটে কার্যত পর্যুদস্ত গোটা বিশ্ব। প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, সংক্রমণ গ্রাস করেছে ৬১ কোটিরও বেশি মানুষকে। তবে এর মাঝেও লড়াই করতে শিখেছে বিশ্ববাসী। আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক। আর তার উল্লেখযোগ্য ব্যবহারে কমেছে করোনা সংক্রমিতের সংখ্যা। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে মারণ ভাইরাসের দাপট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health  Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তিনি মনে করছেন করোনার শেষ দেখা যাচ্ছে। গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখে আশা জেগেছে বিশেষজ্ঞদের মনে। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু নেই বলেই মনে করছে হু (WHO)। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা আজীবন চালিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে করোনা বিধি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতা মেনে এগিয়ে চলা প্রয়োজন, এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version