Sunday, August 24, 2025

গত আড়াই বছর ধরে লড়াই চলছে তাহলে কি এবার শেষের পথে মারণ ভাইরাস করোনার(Corona) প্রভাব? গত কয়েক সপ্তাহ ধরে যে উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমেছে তাতে আশা প্রকাশ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এক সপ্তাহে এত কম সংক্রমণ বিশ্বের বুকে।

সাল ২০১৯, ভারতের প্রতিবেশী রাষ্ট্র চিনের (China) বুকে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের হদিশ। তারপর থেকেই অতিমারির দাপটে কার্যত পর্যুদস্ত গোটা বিশ্ব। প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, সংক্রমণ গ্রাস করেছে ৬১ কোটিরও বেশি মানুষকে। তবে এর মাঝেও লড়াই করতে শিখেছে বিশ্ববাসী। আবিষ্কার হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক। আর তার উল্লেখযোগ্য ব্যবহারে কমেছে করোনা সংক্রমিতের সংখ্যা। তাহলে কি সত্যিই শেষ হতে চলেছে মারণ ভাইরাসের দাপট? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health  Organisation) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। তিনি মনে করছেন করোনার শেষ দেখা যাচ্ছে। গত এক সপ্তাহের করোনা গ্রাফ দেখে আশা জেগেছে বিশেষজ্ঞদের মনে। যদিও আমেরিকা ও ব্রিটেনে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু তাতেও ভয়ের কিছু নেই বলেই মনে করছে হু (WHO)। বরং অতিমারির শেষ দেখতে পাচ্ছে তারা। তবে অ্যাডানম জানিয়েছেন, এখনই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত হবে না তাঁর কথায়, ‘‘ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।’’ করোনা ভাইরাসের সঙ্গে লড়াইটা আজীবন চালিয়ে যেতে হবে এই ভাবনা থেকেই আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু দেশে করোনা বিধি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে সতর্কতা মেনে এগিয়ে চলা প্রয়োজন, এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version