Thursday, August 28, 2025

আফগানিস্তানে নেই জঙ্গি প্রধান মাসুদ আজহার, পাকিস্তানকে জানালো তালিবান

Date:

জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার(Maulana Masood Azhar) আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। এমনটাই জানিয়ে আফগানিস্তানের তালিবান সরকারকে মাসুদকে খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল পাকিস্তান(Pakistan)। যদিও তার জবাবে আফগান সরকার জানিয়ে দিল মাসুদ আফগানিস্তানে(Afghanistan) নেই। তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বৃহস্পতিবার বলেছেন, ‘‘মাসুদ আজহার আফগানিস্তানের মাটিতে নেই। সে কথা আমরা জানিয়েও দিয়েছি।’’

আফগানিস্তানের নঙ্গরহার বা কুনার এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন জানিয়ে তালিবান সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইসলামাবাদের তরফে। যদিও আন্তর্জাতিক মহলের অনুমান, এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে বেরোনোর উদ্দেশ্যে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে লোকদেখানো তৎপরতা শুরু করতে চাইছে পাকিস্তান। সে কারণেই তালিবান সরকারকে ওই চিঠি। অক্টোবর মাসে এফএটিএফ-এর প্লেনারি রয়েছে। তার আগে ‘তৎপরতা’ দেখানোই পাকিস্তানের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। গত বছর পাকিস্তানের গুজরানওয়ালার সন্ত্রাস বিরোধী আদালত (অ্যান্টি টেররিজম কোর্ট) নাশকতায় আর্থিক মদত দেওয়ার অভিযোগের একটি মামলায় মাসুদ-সহ জইশ-ই-মহম্মদের কয়েক জন জঙ্গির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। যদিও পাক সরকারের তরফে তখন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর এফএটিএফ-এর তরফে পাকিস্তান ধূসর তালিকাভুক্ত হতেই শুরু হয়েছে লোক দেখানো তৎপরতা।

অবশ্য মাসুদ আফগানিস্তানে রয়েছে বলে পাকিস্তানে তরফে যে দাবি করা হচ্ছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে ভারতের। গোয়েন্দাদের অনুমান, আইএসআইয়ের তত্ত্বাবধানে পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে মাসুদ। এমনকি এই আইএসআই মাসুদকে রাওয়ালপিন্ডের হাসপাতালে নিয়ে যাওয়া আসা করে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version