Wednesday, November 5, 2025

‘ছবি বিকৃত হয়েছে’, নগ্ন ছবি প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিনেতা রণবীর সিং -এর

Date:

অভিনেতা রণবীর সিংয়ের ‘নগ্ন’ ফটোশ্যুট বিতর্কে নয়া মোড়। “অন্যায়ভাবে আমার নগ্ন শরীরকে বিকৃত করা হয়েছে..”এমনটাই বললেন অভিনেতা। গত দু’মাস ধরে রণবীর সিংয়ের পোস্ট করা কিছু ছবি নিয়ে বিতর্ক চলছে। যে ছবিতে অভিনেতাকে (Ranveer Singh) বিনা পোশাকে দেখা গেছে। সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। সেই ভিত্তিতে মুম্বই পুলিশের কাছে হাজিরা গিয়ে অভিনেতা জানান যে, তিনি যে ছবি পোস্ট করেছেন তার সঙ্গে এই ছবির মিল নেই। এই ছবি বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন: বিতর্কিত ফটোশুট! রণবীরের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের অভিযোগ
চেম্বুর থানার এক পুলিশ আধিকারিক জানান, ইনস্টাগ্রামে যে ৭টি ছবি আপলোড করেছিলেন রণবীর, সেগুলোতে কোনওপ্রকার অশ্লীলতা নেই। কারণ সেখানে তিনি অন্তর্বাস পরেছিলেন। তবে যে ছবিটিকে নিয়ে মূলত এত গণ্ডগোল, থানায় অভিযোগ দায়ের অবধি হয়েছে, সেই ছবিটি তাঁর পোস্ট করা নয়। ওই ফটোশুট থেকেই ছবি নিয়ে সেটা কেউ অন্যায়ভাবে বিকৃত করে তাঁর গোপনাঙ্গ দেখিয়েছে।

সূত্রে খবর, অভিনেতার অভিযোগের পরই পুলিশ ছবিগুলিকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে। ছবিগুলো আসল না বিকৃত তা জানা যাবে তার পরই। যদিও সেই নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
গত জুলাই মাসে আন্তর্জাতিক এক ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেন রণবীর সিং। ছবিতে দেখা গিয়েছে রণবীরের গায়ে এক টুকরো সুতোও নেই। যে ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া। নগ্ন ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই নানা মহলে নানা আলোচনা ও বিতর্ক মাথাচাড়া দেয়। উঠে আসে লিঙ্গবৈষম্যের মতো বিষয়ও। রণবীরের নগ্ন ফটোশুটের বিরোধিতা করে মুম্বই পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতার বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version