উৎসবের মরশুমের আগেই করোনা (Corona) নিয়ে বাড়ছে চিন্তা। গত দুদিন ধরে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৮৯ জন।

আসন্ন উৎসবের সময় করোনা নিয়ে বিশেষভাবে সচেতন থাকার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত দুদিন ধরে করোনা গ্রাফ ফের চড়তে শুরু করেছে। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৪৬ হাজার ৭৪৮ জন। দৈনিক সংক্রমণ এবং অ্যাকটিভ কেস সবটাই ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২৭৩। তবে এর পাশাপাশি সুস্থতার হারও চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৪৭ হাজার ৭৫৬ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
