Friday, August 29, 2025

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরখন্দে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এর মধ্যে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পূর্ব লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এসসিও বৈঠকের মঞ্চে কী মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি ও শি জিনপিং? তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:Kenya: ১৫ জন স্ত্রী, ১০৭ জন সন্তান! সুখেই আছেন ডেভিড সাকায়ো কালুহানা

বৃহস্পতিবার রাতে এসসিও-র বৈঠকে যোগ দিতে সমরখন্দ পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট। কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এসসিও-র বৈঠকের মাঝে মোদি-পুতিনের মধ্যে হতে চলা আলোচনা ভারতের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করে চলেছে নয়াদিল্লি। কিন্তু সম্প্রতি জি-৭ ভুক্ত দেশগুলি রাশিয়ার তেলের দামে ঊর্ধ্বসীমা বেঁধে দিতে চাইছে। এই অবস্থায় ভারত কি সস্তায় তেল আমদানি বজায় রাখবে? নাকি জি-৭ ভুক্ত দেশগুলির প্রস্তাব মতো রুশ তেলের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার রাস্তায় হাঁটবে নয়াদিল্লি?তা আজকের বৈঠকের পরই জানা যাবে।

অন্যদিকে ,বৃহস্পতিবার রাতে উজবেকিস্তানে মোদির যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে জিনপিং-মোদির বৈঠকের কথা নেই। তবে বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, ঘটনাপ্রবাহ অনুযায়ী বাকি বৈঠকগুলির কথা জানানো হবে। ফলে জিনপিং-মোদি বৈঠক নিয়ে সংশয় থাকলেও তা যে হবে না সেটা এখনই বলা যাচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।তবে নিঃসন্দেহে জিনপিংয়ের সঙ্গে পুতিন ও মোদির আলাদা বৈঠক হয় কিনা সেই বিষয়েই সকলের কৌতূহল তুঙ্গে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version