Saturday, November 8, 2025

শুভেন্দুর কথায় বার খেয়ে জয়শ্রীরাম! নবান্ন অভিযানে পুলিশ মেরে গ্রেফতার আরও দুই

Date:

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি নয়, গত মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কার্যত হিংসার বাতাবরণ তৈরি করেছিল বঙ্গ বিজেপি। গুন্ডা ভাড়া করে এই অশান্তি পাকানোর মূলচক্রী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর পাল্লায় পড়ে পেশাদার গুন্ডাদের সঙ্গ দিয়ে বিজেপির বেশকিছু সাধারণ কর্মী-সমর্থক আজ বিপদে। বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ACP দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও দুই। তাঁদের মধ্যে একজন পেশায় গৃহ শিক্ষক।

আরও পড়ুন: মহিলা পুলিশ বেষ্টনীতে খেল-খতম শুভেন্দুর, কুণাল বললেন “ওটা একটা আলুভাতে”

নিজেদের অপরাধবোধ ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল বিজেপির ওই কর্মী-সমর্থকরা। কিন্তু শেষরক্ষা হল না। নবান্ন অভিযানের মহাত্মা গান্ধী রোডে ACP বেধড়ক মার পুলিশের গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও থেকে ৩০ জন বিজেপি কর্মীকে শনাক্ত করে পুলিশ। একে একে তাদের গ্রেফতার করা হচ্ছে।

সর্বশেষ যে দু’জন ধরা পড়েছে তাদের একজনের নাম রাজকুমার মাইতি, অপরজন বিকাশ ঘোষ। জানা গিয়েছে, রাজকুমার পেশায় গৃহশিক্ষক। তার বাড়ি পূর্ব মেদিনীপুর। ফলে রাজকুমার যে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে বার খেয়ে জয় শ্রীরাম করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিথেকেগ্রেফতার করা হয় বিকাশ ঘোষকে। এই বিকাশ রাজ্য বিজেপিতে শুভেন্দু গোষ্ঠীর নেতাদের সঙ্গেই মেলামেশা করেন বলে জানা গিয়েছে।

এর আগে অভিজিৎ রায় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। রাজারহাটের চাঁদপুর থেকে মহম্মদ হাসান, কেনা সর্দার, ভরত সর্দার, রাজেশ সর্দার, শংকর সর্দার, গড়ফা থেকে দীপ সরকার, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে বিনয়কুমার সাহাকে পুলিশ গ্রেফতার করে। বিজেপির নবান্ন অভিযানের দিন এরা তাণ্ডব চালিয়েছিল। সেটা সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্তকরণ করে পুলিশ। শুভেন্দু লোক আনার জন্য যে যে স্থানীয় নেতাদের টাকা দিয়ে বরাদ দিয়েছিল, ধৃতরা সকলেই সেই নেতাদের সঙ্গে নবান্ন অভিযানে এসেছিল বলে জানা যাচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version