টিটাগড়ে স্কুলের ছাদে ক্লাস চলাকালীন বি*স্ফোরণ, আতঙ্কিত পড়ুয়ারা

স্কুলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। তবে বোমার আঘাতে কেউ জ*খম হননি।

0
1

টিটাগড়ের স্কুলের (School) ছাদে ক্লাস চলাকালীন বি*স্ফোরণ। শনিবার সকালে এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি ছাদেই রাখা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল ১১টা নাগাদ টিটাগড়ের সাউথ স্টেশন রোডের স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা।  স্কুলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। তবে বোমার আঘাতে কেউ জ*খম হননি। খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। কীভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পেরেক উদ্ধার করেছে পুলিশ।

ওই স্কুলের এক শিক্ষক জানান, স্কুলে সেকেন্ড পিরিয়ড চলাকালীন আচমকা তীব্র শব্দে সবাই চমকে যান। দেখা যায় ছাদের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছাদ বন্ধ রাখা হয়। গিয়ে দেখা যায় সেখানে বোমা ফেটেছে। ঘটনায় পুলিশের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।