Saturday, November 8, 2025

সিবিআই হেফাজতে চরম অস্বস্তিতে রাত কাটালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

এক হেফাজত থেকে আরেক হেফাজত, রেহাই মিলছে না কিছুতেই। অসহায় বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইডির (ED) পর এবার সিবিআই (CBI) হেফাজতে অসস্তিতেই কাটল প্রথম রাত।

প্রেসিডেন্সির সংশোধনাগার (Presidency Correctional Home)এখন আর ঠিকানা নয়। নতুন জায়গার নাম নিজাম প্যালেসের এসএসও বিল্ডিং (SSO building)। সেখানকারই গেস্ট রুমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় রয়েছেন। দুজনের জন্য দুটি আলাদা গেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বেশ কয়েকদিন কাটিয়েছেন ইডি (ED) হেফাজতে। তারপর ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। এর মাঝেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় আলিপুর আদালতে। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থাকছেন নিজাম প্যালেসের (Nizam Palace) ঠিকানাতেই। তবে সূত্রের খবর প্রথম রাতে নাকি ভালো করে ঘুমোতে পারেননি তিনি। এমনিতেই স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত পার্থ। ফলে রাতে একাধিকবার ঘুম ভেঙে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। শারীরিক নানা সমস্যার কারণে তাঁকে একাধিক ওষুধ খেতে হয়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সব ওষুধ আনা সম্ভব হয়নি বলে কিছুটা অনিয়ম হয়েছে দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি চিকিৎসার কারণে তাঁকে বিশেষ কিছু যন্ত্র ব্যবহার করতে হয় যেগুলো নিজাম প্যালেসে অমিল। ফলে প্রথম রাতটা সুখকর হলো না পার্থ চট্টোপাধ্যায়ের। থাকতে হবে আরও পাঁচটা দিন!

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version