Thursday, August 21, 2025

সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা স্টিমাচের

Date:

সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ২৩ সদস্যের দল নিয়ে আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামে রওনা দেবে টিম ইন্ডিয়া। আগামী ২৪ এবং ২৭ নভেম্বর হবে দু’টি ম্যাচ। দলে নেই কোনও বাঙালি ফুটবলার। প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রণয় হালদারদের নেননি স্টিমাচ।

দল ঘোষণার পর কোচ স্টিমাচ বলেন,”এই পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়ে, সেটা দেখে নেওয়ার একটা বড় সুযোগ পাওয়া গিয়েছে। আমরা আপ্লুত। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর একটা উত্তেজক সফরের দিকে তাকিয়ে রয়েছি। কোনও প্রাক-মরশুম প্রস্তুতি না হলেও ডুরান্ডের কারণে অনেকেই যেহেতু প্রতিযোগিতামূলক ফুটবলের মধ্যে রয়েছেন, তাই সমস্যা হবে না। লক্ষ্মীকান্ত কাট্টিমানি, প্রভসুখন গিল, রাহুল ভেকে, সুরেশ সিং এবং রহিম আলি চোটের কারণে খেলতে পারবেন না।”

একনজরে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, ধীরজ সিং, অমরিন্দর সিং, সন্দেশ জিঙ্ঘান, রোশন সিং, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, হরমনজ্যোৎ খাবরা, নরেন্দ্র গেহলোত, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্তা সিং, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, ইয়াসির মহম্মদ, জিকসন সিং, সাহাল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিং, সুনীল ছেত্রী এবং ইশান পন্ডিতা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version