Tuesday, August 26, 2025

তিন দশক পর কাশ্মীরে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম ছবি ‘লাল সিং চাড্ডা’

Date:

অপেক্ষার অবসানে এবার কাশ্মীরে (Kashmir)সিনেমার শাপ মুক্তি। প্রায় ৩০ বছর পর খুলল মাল্টিপ্লেক্স। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় (Pulwama and Shopian districts)খুলেছে দুই মাল্টিপ্লেক্স। রবিবার এই দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা (Manoj Sinha)। প্রথম ছবি হিসেবে ‘লাল সিং চাড্ডা’ দেখান হবে বলে জানা যাচ্ছে।

কাশ্মীর বরাবরই খবরের শিরোনামে। বোমা, গ্রেনেড আর নিষিদ্ধ সংগঠনের বাড়বাড়ন্তে অস্থির কাশ্মীরে সিনেমা দেখা বন্ধ হয়েছিল অনেক আগেই। একটা সময় ছিল যখন সারা দেশের পাশাপাশি কাশ্মীরেও সিনেমা রিলিজ করত। আটের দশকে কাশ্মীরে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হলও ছিল। সেগুলোর ব্যবসাও খুব একটা খারাপ হত না। কিন্তু লাগাতার জ*ঙ্গি আক্রমণ এবং হুমকির জেরে হল মালিকরা তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। এর আগে নয়ের দশকের শেষের দিকে কাশ্মীরে বন্ধ পড়ে থাকা সিনেমা হলগুলি চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লাল চকের রিগাল সিনেমা হলে গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জ*ঙ্গিরা। ফলে প্রায় ৩০ বছর ধরে বড়পর্দায় ছবি দেখার আনন্দ উপভোগ করা থেকে বিরত ছিলেন। জম্মু ও কাশ্মীর ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিল ভূস্বর্গে সিনেমার শ্যুটিং করায় বিশেষ উদ্যোগী হয়। কেন্দ্রীয় সরকারের মিশন যুব বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাল্টিপ্লেক্স খোলা হল সেখানে। আজ মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য সিনেমা দেখার সুযোগ কাশ্মীরে। উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা বলেন, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের জন্য দিনটি ঐতিহাসিক। পুলওয়ামা এবং শোপিয়ানে দু’টি মাল্টিপ্লেক্সে ছবি প্রদর্শনের পাশাপাশি তথ্য-বিনোদনমূলক ছবি দেখানো হবে। আগামী দিনে অনন্তনাগ, শ্রীনগর, বন্দিপোরা, গান্দেরবল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশ্তওয়ার এবং রিয়াসিতেও মাল্টিপ্লেক্স খোলা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version