Sunday, August 24, 2025

সোমবার গ্রেফতার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya),আর আজ মঙ্গলবারই এসএসসি-এর (SSC)প্রাক্তন চেয়ারম্যানকে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam)মামলার অভিযোগে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তাঁদের আইনজীবীর তরফে জানান হয় যে বাংলায় যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি চলছিল বলে অভিযোগ উঠছে, সেই সময়কালের অনেকটাই এসএসসি-র চেয়ারম্যান পদে আসীন ছিলেন সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে আবেদন জানান হয়, যাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) বর্তমান উপাচার্যকে হেফাজতে নিয়ে জেরা করা যায়। প্রাথমিক ভাবে রায়দান স্থগিত রাখলেও পরে ২৬ তারিখ পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্যের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

উল্লেখ্য সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে। গতকাল তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। এর কিছু সময় পরেই জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ করে গ্রেফতার করা হয় তাঁকে। যদি সেই কারণেই গ্রেফতার হয়ে থাকে তাহলে জামিনের আবেদন কেন মঞ্জুর হবে না, এই প্রশ্ন তোলেন সুবীরেশের আইনজীবী। পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য নিজেও বার বার বলেছেন যে তাঁর আমলে এসএসসি নিয়োগে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকলেও কোনও দুর্নীতি হয়নি। এই বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, যে কারণে ওনাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে উপাচার্য পদের কোনও সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত এটি যেহেতু বিচারাধীন বিষয়, তাই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চান নি শিক্ষামন্ত্রী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version