Saturday, November 8, 2025

“বাংলায় আইসিডিএসের টাকা বন্ধ করুন”, স্মৃতির কাছে আর্জি নিয়ে বিমানবন্দরে ছুটলেন অগ্নিমিত্রা

Date:

১০০ দিনের কাজের পারফরম্যান্স-এ গোটা দেশের মধ্যে সেরার সম্মান পেয়েছে বাংলা। সম্মান দিয়েছে খোদ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তা সত্ত্বেও পশ্চিম বাংলার ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এমনটা নয় যে, দেশের অবিজেপি রাজ্যগুলিতে ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। তবে বাংলার ক্ষেত্রেই তাদের এটা যেন অঘোষিত নীতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ অনেকেই এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। কিছুদিন আগে কেন্দ্র সরকার কিছু টাকা দিলেও রাজ্যের এখনও পাওনা রয়েছে অনেকটাই। এবার আইসিডিএস-এর টাকা বন্ধ করার উদ্যোগ নিলেন বিজেপি নেত্রী তথা আসানসোলের বিধায়ক অগ্মিমিত্রা পল। আজ, বুধবার রাজ্যে আইসিডিএস-এর টাকা বন্ধ করে দেওয়ার আবেদন নিয়ে কলকাতা বিমানবন্দরে পর্যন্ত ছুটে গিয়েছেন অগ্নিমিত্রা। উদ্দেশ্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে এনিয়ে তদবির করা।

এদিন কলকাতা বিমানবন্দরে অগ্নিমিত্রার সঙ্গে ছিলেন বিজেপির আরও ১২ জন বিধায়ক। আইসিডিএস নিয়ে অগ্নিমিত্রা বলেন, “আজ মৌখিকভাবে বাংলার আইসিডিএসের টাকা বন্ধের আবেদন জানিয়েছি। কারণ, জেলায় জেলায় আইসিডিএস কর্মী নিয়োগের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে বিজেপির কোনও বিধায়ককে রাখা হয়নি। এটাই কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছে। এনিয়ে সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরবর্তীতে কেন্দ্রের কাছে লিখিত আবেদন জানাবেন।

অন্যদিকে, বুধবার হুগলির শ্রীরামপুরে এক সভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বাংলার ১০০দিনের কাজ বন্ধ নিয়ে বলেন, “কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে কাজ দেয়নি, কেন কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেয়নি প্রথমে, কেন আয়ুষমান ভারত বাংলায় চালু করতে দেয়নি? আজকেও বলছি, যদি গরিব মানুষকে ১০০দিনের টাকা দিতে তাহলে কেন তাদের একাউন্ট নম্বর দিচ্ছেন না?”

আরও পড়ুন- ‘আলিপুর মিউজিয়ামকে ওয়ার্ল্ড হেরিটেজ করতে চাই’, উদ্বোধন করে বার্তা মুখ্যমন্ত্রীর


 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version