Friday, November 14, 2025

“মানিক ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার চাপ দিচ্ছে, যাতাভাবে টাকা নিচ্ছে”! পার্থর মোবাইলে উদ্ধার মেসেজ

Date:

ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মোবাইল ফরেন্সিক হওয়ার পর যে মেসেজ উদ্ধার হয়েছে, সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) সম্পর্কে মেসেজ পেয়েছেন তদন্তকারীরা। যেখানে জনৈক এক ব্যক্তি মানিককে নিয়ে অভিযোগ জানিয়ে পার্থকে মেসেজে লিখছেন,”যাতাভাবে টাকা নিচ্ছেন। আবার টাকা নিয়ে করবে। আবার কেস হবে।”

ইডি চার্জশিটে উল্লেখ করেছে, যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়, সেদিনই তল্লাশি চালানোর সময় তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই মোবাইল ফরেন্সিক পরীক্ষার পর একটি মেসেজ পাওয়া যায়, যেখানে কোনও এক ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছেন, “মানিক ভট্টাচার্য যাতা ভাবে টাকা নিচ্ছে। কোভিডের সময়ে কলেজ বন্ধ থাকা সত্ত্বেও ছাত্রদের কাছ থেকে প্রাইভেটে বেড প্রতি ৫০০ টাকা করে নিচ্ছে। নদীয়াতে প্রাইমারি টেট ইন্টারভিউ হয়ে গিয়েছে। কিন্তু মানিক ভট্টাচার্য চেয়ারম্যানকে মার্কস ছাড়া ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আবার টাকা নিয়ে করবে। আবার কেস হবে।” কিন্তু ব্যবস্থা নেওয়া দূরের কথা, বরং, ওই মেসেজটি প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতিকেই ফরোয়ার্ড করেন পার্থ।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলে আরও একটি মেসেজ আবার মানিক ভট্টাচার্যর। যেখানে তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি লিখেছেন, “১০ মিনিট দিস। ইন্টারভিউ ও টেট নিয়ে আর্জেন্ট আলোচনার জন্য কাল তোর বাড়িতে যাব।” সেই মেসেজে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জবাব ছিল, ”Ok”।

জনৈক ব্যক্তির অভিযোগ পাওয়ার পর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কী কোনও ব্যবস্থা গ্রহণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়? সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version