Thursday, August 21, 2025

পুজোর আগে উপহার: ৫০৪ কোটি টাকা খরচে তৈরি টালা ব্রিজের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

Date:

আড়াই বছর পরে খুলল নতুন টালা ব্রিজ (Tala Bridge)। পুজোর আগে এটা উপহার। বৃহস্পতিবার, বিকেলে উদ্বোধনের পরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের খরচেই PWD দ্রুত এই ব্রিজ নির্মাণ করেছে। ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ব্রিজ ভাঙতেই রেলকে ৯০ কোটি টাকা দিতে হয়েছে রাজ্যকে। কলকাতা জুড়ে আরও কয়েকটি উড়ালপুল তৈরি করা হবে বলে ঘোষণা করেন মমতা।

মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে টালা সেতুর (Tala Bridge) স্বাস্থ্যপরীক্ষা করা হয়। টালা সেতু ভেঙে নতুন করে গড়ার পরামর্শ দেয় সরকারি সংস্থা রাইটস। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে টালা সেতু ভাঙার কাজ শুরু হয়। ওই বছরের এপ্রিলে সম্পন্ন হয় সেই কাজ। এত দ্রুত ব্রিজ তৈরি হওয়ায় PWD-সহ নির্মাণে যুক্ত সব কর্মীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। জানান, আগের ব্রিজের চেয়ে এটা অনেক চওড়া। আগের ব্রিজ দু’লেনের ছিল, এখন হয়েছে ৪ লেনের। এই ব্রিজ চালু হওয়ায় যান চলাচলে খুবই সুবিধা হবে। তবে, মুখ্যমন্ত্রী জানান, এখনই বড় গাড়ি চলাচল করবে না ব্রিজে। শুধু ছোট গাড়ি চলবে।
মুখ্যমন্ত্রীর কথায়,
• কলকাতা জুড়ে আরও কয়েকটি উড়ালপুল তৈরি করা হবে।
• আগামী ২ বছরে কলকাতায় ট্র্যাফিক কমে যাবে।
• উড়ালপুল হলে যাতায়াতে সুবিধা হবে।
• ৪টি নতুন এয়ারপোর্ট হচ্ছে।
• ২৬ হেলিকপ্টার পয়েন্ট করেছি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ফুটপাত সব হকার দখল করে নিয়ে পথচারীদের চলতে অসুবিধা হয়। তাঁর মতে, “আমি হকারদের পক্ষে, তাঁদের উচ্ছেদ করতে দিই না। এই কারণেই হকার কার্ডে কথা বলেছিলাম।“

অনুষ্ঠানের শেষে ডেপুটি মেয়র অতীন ঘোষকে (Atin Ghosh) মুখ্যমন্ত্রী বলেন, এখন কিন্তু সব উত্তর কলকাতার জন্যই করছেন তিনি। এই রসিকতা করার পরেই মমতা বলেন, “আমার কাছে উত্তর দক্ষিণ সব সমান।“ সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version