Wednesday, November 5, 2025

‘সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে ওকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম’: সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার লর্ডসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলতে চলেছেন বাংলার এই পেসার। সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম।

কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ”ঝুলন একজন কিংবদন্তি। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর। আমি দারুণ খুশি কারণ, ও ভাল পারফর্ম করছে। দলটাও ভাল খেলছে। বাংলার মেয়ে চাকদা থেকে উঠে আসা। আমার সঙ্গেও দারুণ সম্পর্ক। সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে আমি ওকে ঝুলনের মত হতে বলতাম। কী অসাধারণ কেরিয়ার।”

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ”ঝুলন হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয়। আমি ঝুলনের জন্য খুব খুশি। ৪০-এর কাছাকাছি বয়স হলেও যে ভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ।”

সৌরভের প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন। আর তাই আরও বেশি খুশি সৌরভ।

হরমনপ্রীত কৌরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায়। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলের প্রশংসায় ভরিয়ে দিলেন মহারাজ। তিনি বলেন, ”বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে। ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টো ম্যাচ জিতল। দারুণ খেলছে।”

বিসিসিআই-এর পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। আর তার জেরেই এই সাফল্য পাওয়া যাচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ” আমরা বিসিসিআই-এর পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে। সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে।”

আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version