Thursday, August 28, 2025

‘সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে ওকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম’: সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার লর্ডসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে শেষ ম‍্যাচ খেলতে চলেছেন বাংলার এই পেসার। সেই ম্যাচের আগে ঝুলনকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বললেন, মেয়ে সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে তাঁকে ঝুলনের মত হওয়ার পরামর্শ দিতাম।

কলকাতায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সভাপতি বলেন, ”ঝুলন একজন কিংবদন্তি। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ওর। আমি দারুণ খুশি কারণ, ও ভাল পারফর্ম করছে। দলটাও ভাল খেলছে। বাংলার মেয়ে চাকদা থেকে উঠে আসা। আমার সঙ্গেও দারুণ সম্পর্ক। সানা যদি ক্রিকেটার হতে চাইত তবে আমি ওকে ঝুলনের মত হতে বলতাম। কী অসাধারণ কেরিয়ার।”

মহিলাদের ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুলনের সঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, ”ঝুলন হরমনপ্রীতের সঙ্গে মেয়েদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক কথা হয়। আমি ঝুলনের জন্য খুব খুশি। ৪০-এর কাছাকাছি বয়স হলেও যে ভাবে দাপিয়ে খেলে গেল তা অসাধারণ।”

সৌরভের প্রিয় লর্ডসেই নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ঝুলন। আর তাই আরও বেশি খুশি সৌরভ।

হরমনপ্রীত কৌরদের প্রশংসাও শোনা গেল বোর্ড সভাপতির গলায়। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতা মহিলা দলের প্রশংসায় ভরিয়ে দিলেন মহারাজ। তিনি বলেন, ”বিদেশ সফরে গিয়ে সিরিজ জিতছে। ভারতের মেয়েরা ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দু’টো ম্যাচ জিতল। দারুণ খেলছে।”

বিসিসিআই-এর পক্ষ থেকে মেয়েদের ক্রিকেটে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। আর তার জেরেই এই সাফল্য পাওয়া যাচ্ছে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ” আমরা বিসিসিআই-এর পক্ষ থেকে অনেক জোর দিয়েছি মেয়েদের ক্রিকেটে। সারা বছর প্রচুর ম্যাচ খেলা হচ্ছে।”

আরও পড়ুন:দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version