Sunday, November 9, 2025

কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে বিজেপি বিধায়ক, রক্ষাকবচ দিল না হাইকোর্টে

Date:

এবার বিপাকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচ চেয়ে বিজেপি বিধায়ক আবেদন করেছিলের কলকাতা হাইকোর্টে। সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। আজ, বৃহস্পতিবার আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে নোটিশ পাঠালে হাজির হতে হবে সিআইডির কাছে। সেই মর্মে এদিনই সিআইডি’র তরফে নোটিশ যাচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ ওঠে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি বিধায়ক তাঁর ক্ষমতার অপব্যবহার করে মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসে নিয়োগ পাইয়ে দিয়েছেন। নিয়োগ সংক্রান্ত এক জনস্বার্থ মামালায় বলা হয়, নিয়োগ পক্রিয়ায় অংশ না নিয়েই ডেটা এন্ট্রি অপারেটর পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন নীলাদ্রি কন্যা। পাশাপাশি রাজ্যের আরও কয়েকজন বিজেপি ঘনিষ্ঠকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগে এর আগে নীলাদ্রি শেখর দানার বাড়িতে যান সিআইডি আধিকারিকরা।

কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতির ঘটনায় নীলাদ্রি-সহ বিজেপি দুই সাংসদ, বিধায়ক নিয়ে মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ। নীলাদ্রি শেখর দানার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষদের নাম রয়েছে অভিযুক্তের তালিকায়।

অন্যদিকে, এই দুর্নীতি মামলার তদন্ত সিআইডি নয় সিবিআইকে দিয়ে করানোর আর্জি জানানো হয়েছিল হাইকোর্টে। সেই সিবিআই তদন্তের আবেদনও আগেই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেখানেই জানানো হয়, এই মামলার তদন্তভার থাকছে সিআইডি’র হাতেই।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version