Sunday, August 24, 2025

সন্ত্রাস দমনে বৃহস্পতিবার ভোররাত থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির(NIA) অভিযান। কলকাতা সহ দশ রাজ্যে চলছে তল্লাশি অভিযান। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে ইসলামিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এনআইএ এবং ইডি। ইতিমধ্যেই ১০৬ জনকে গ্রেফতার করেছে তারা। এর মধ্যে রয়েছে কলকাতার পার্কসার্কাসের PFI ‘জঙ্গি নেতা’ শেখ মোক্তার।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট পেশ সিবিআই-এর
বৃহস্পতিবার ভোররাতে কলকাতার পার্কসার্কাসে PFI ‘জঙ্গি নেতা’ শেখ মোক্তারের বাড়িতে হানা দেয় NIA এবং ED। ঘড়ির কাঁটায় তখন রাত ৩:৪৫। আচমকা পার্কসাকার্সের তিলজলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সঙ্গে ছিল পুলিশও। বাড়িটির চতুর্দিক ঘিরে ফেলা হয়। বাইরে মোতায়েন ছিল বহু কেন্দ্রীয় বাহিনী। বাড়িটির বাইরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-র নামে একটি ব্যানারও লাগানো রয়েছে।এখনও বাড়িটি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় স্নগস্থার আধিকারিকরা।

গতকাল অসম পুলিশ ও এনআইএ যৌথ অভিযান চালিয়ে দেশদ্রোহিতার জন্য ৯ জন পিএফআই নেতাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রচুর ভারত বিরোধী নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে এনআইএ-র। তার পরেই আজ সারা ভারত জুড়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মোট ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতার তিলজলার এই আবাসনের চতুর্থ তলে ভাড়া নিয়ে ওই সংগঠন একটি অফিস করেছে। ওই অফিস বেশ কয়েক বছর ধরে চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে,অভিযান চলছে তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ-সহ দেশের প্রায় ১২ রাজ্যে। PFI-র ছোট অফিসগুলিতেও চলছে তল্লাশি। পুনের ১১ জায়গায় চলছে তল্লাশি । এখনও পর্যন্ত ১০৬ জন পিএফআই নেতা গোটা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কেরালা থেকে ২২ জন, মহারাষ্ট্র থেকে ২০ জন, কর্নাটক থেকেও ২০ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version