Monday, May 5, 2025

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার, দুই দেশের সম্পর্ক আরও মজবুতের আশাবাদী দোরাইস্বামীর

Date:

খায়রুল আলম, ঢাকা: বিক্রম দোরাইস্বামীর বিদায়ের পর বাংলাদেশ মিশনের(Bangladesh Mission) দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন প্রণয় কুমার ভার্মা(Pranay Kumar Varma)। নতুন এই হাই কমিশনার বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে ভারতীয় নতুন হাইকমিশনারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিনি শিগগিরই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন। বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সদ্য বিদায়ী বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বিক্রম কুমার দোরাইস্বামী। তাঁকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের হাই কমিশনার পদে নিয়োগ করা হয়েছে। গত রবিবার তিনি ঢাকা ছাড়েন। ঢাকা ছাড়ার আগে দোরাইস্বামী ভারতীয় হাইকমিশন টিমকে বিদায় জানিয়ে একটি আবেগঘন টুইট করেন। বাংলাদেশ ছাড়ার আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন তিনি। ঢাকা বিদ্যালয় সংলগ্ন গুরুদ্বারা নানকশাহী ও পুরানো ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরও পরিদর্শন করেন দোরাইস্বামী।

২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে হাই কমিশনার হয়ে ঢাকায় এসেছিলেন দোরাইস্বামী।  চলতি মাসেই ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর। ওই সফর ইতিবাচক বলেই জানিয়েছে ঢাকা। দুই দেশের মধ্যে সাতটি বিষয়ে চুক্তি সম্পন্ন হয়। হাসিনার ওই সফরের পরেই বিক্রম দোরাইস্বামী জানিয়েছিলেন, বাংলাদেশে আরও একটি ট্রানজিট রুট চাইছে ভারত । এই নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনাও হয়েছে।তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে মেঘালয় পর্যন্ত নতুন এই রুট নির্মাণ করা হবে।
ঢাকা ছাড়ার আগে তিনি বলেন, “আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি। ভারত নির্দিষ্ট কোনও ব্যক্তিকে সমর্থন জানায় না।” দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশাবাদী দোরাইস্বামী। বাংলাদেশের মানুষ ‘অত্যন্ত ভালো মনের’ বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘদিন বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অত্যন্ত সন্তোষজনক বলেই উল্লেখ করেছেন প্রাক্তন হাই কমিশনার । ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন প্রণয় কুমার। এর আগে তিনি ভারতের বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতেও কাজ করেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করছেন।

Related articles

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...
Exit mobile version