Tuesday, November 4, 2025

গেহলটের প্রতিদ্বন্দ্বী! কংগ্রেস সভাপতি নির্বাচনে মনোনয়ন তুললেন ‘বিক্ষুব্ধ’ শশী

Date:

কংগ্রেসের(Congress) পরবর্তী সভাপতি কে হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। গান্ধী পরিবারের সদস্যরা এই দায়িত্ব নিতে অস্বীকার করায় সভাপতি নির্বাচনে প্রথম নাম হিসেবে উঠে এসেছিল গান্ধী পরিবার ঘনিষ্ঠ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের(Ashok Gehlot)। এবার তারই প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম উঠে এলো কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের(Shashi Tharoor)। কংগ্রেস সূত্রে খবর, সভাপতি নির্বাচনে লড়াইয়ে নামতে ইতিমধ্যেই মনোনয়নপত্র তুলেছেন কংগ্রেসের জি-২৩ গোষ্ঠী বা বিক্ষুব্ধ ২৩ জন নেতার মধ্যে অন্যতম শশী থারুর।

প্রায় এক শতক গান্ধী পরিবারের দখলে ছিল দেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস সভাপতির পদ সেই যে ছেড়েছেন রাহুল, আর সেখানে ফিরতে চাননি তিনি। এরপর থেকে অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। সবকিছু ঠিকঠাক থাকলে সভাপতি বিহীনভাবে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে সভাপতি পেতে চলেছে কংগ্রেস। তাও আবার এমন একজনকে যার পিছনে নেই গান্ধী পদবী। ১৭ অক্টোবর হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। আর এই নির্বাচনে আপাতত যে দুই নাম প্রকাশে এলো তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলট, এবং বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য শশী থারুর। এই লড়াইয়ে কে জয়ী হবেন সেদিকে নজর রেখেছে গোটা দেশ।

অবশ্য থারুরের মনোনয়ন তোলায় ইতিমধ্যেই গান্ধী ঘনিষ্ঠদের তরফে কটাক্ষ ধেয়ে এসেছে। কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ খোলাখুলি ভাবে গেহলটের সমর্থনে এগিয়ে আসেন। এবং কটাক্ষ করেন থারুরকে। তার পরেই নড়েচড়ে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। প্রবীণ নেতা জয়রাম রমেশ নির্দেশিকা জারি করেন, দলের মুখপাত্ররা যেন সভাপতি পদপ্রার্থীদের নিয়ে কোনও কুকথা না বলেন।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version