Tuesday, August 26, 2025

বেনজির: শরীরে মিলল না শিরা! মৃত্যুদণ্ডের হাত থেকে আপাতত স্বস্তি বন্দি অ্যালানের

Date:

সন্দেহের বশে মেরে ফেলেছিলেন ৩ সহকর্মীকে। জেল হেফাজতে (Jail Custody) থাকার পরে আসামীকে মৃত্যুদণ্ডের সাজা (Death Penalty) শোনায় আদালত। তবে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনালেও আশ্চর্যজনক ভাবে বেঁচে গেলেন দোষী। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকার আলবামা অঞ্চলে।

১৯৯৯ সালে সন্দেহের বশে ৩ সহকর্মীকে মেরে ফেলার অভিযোগ ওঠে পেশায় ট্রাক চালক অ্যালান ইউজিন মিলার (Alan Eugene Miller)। পুলিশের অভিযোগ, অ্যালান নাকি সমকামী। কর্মক্ষেত্রে এই কথা ছড়িয়ে দিয়েছিলেন ৩ সহকর্মী। তার জেরেই রাগে, অপমানে সহকর্মীদের প্রাণে ফেরে ফেলার সিদ্ধান্ত নেন ওই ট্রাক চালক (Truck Driver)। মৃত ৩ সহকর্মী টেরি জার্ভিস, লি হোল্ডব্রুকস এবং স্কট ইয়ান্সি। তিনজনের বুকে গুলি করে মারেন অ্যালান। পরে তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তখন থেকেই জেলে রয়েছেন আমেরিকার অভিযুক্ত ওই বাসিন্দা। পরে আমেরিকার সুপ্রিম কোর্ট (Supreme Court of America) অভিযুক্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু এই শাস্তির পদ্ধতিও অত্যন্ত ভয়ানক। সে দেশের শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয় শরীরে প্রাণঘাতী ইঞ্জেকশন (Injection) প্রয়োগ করে তাঁকে মেরে ফেলা হবে।

তবে ইঞ্জেকশন নিতে অত্যন্ত ভয় পান অ্যালান। তাই অন্য কোনও পদ্ধতিতে তাঁকে হত্যা করার অনুরোধ জানিয়েছিলেন আসামী। কিন্তু আদালত তাঁর অনুরোধকে কোনও পাত্তা দেয়নি। তবে মৃত্যুর আগে তাঁর শেষ আহারে যেন কোনও খামতি না থাকে সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। পরে অ্যালানকে ইঞ্জেকশন দিতে চেম্বারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শরীরে সূচ ফোটানোর জন্য তাঁর শরীরে শিরা (Vain) খুঁজে পাওয়া যায়নি। এদিকে একাধিকবার চেষ্টা করলেও সময় অতিক্রান্ত হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয় অ্যালানকে। তবে বর্তমানে আবার জেলের পুরনো ঠিকানায় পাঠানো হয়েছে আসামীকে। পরবর্তী রায় আসা অবধি জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version