Wednesday, November 12, 2025

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এ এমন এক উৎসব যেখানে উচ্চ-মধ্য-নিম্নবিত্ত সকলেই নিজের মতো করে খুশির জোয়ারে মেতে ওঠে। গত দু’বছর করোনা মহামারি বাঙালি শারদীয়া উৎসবের সুরতাল কেটে দিয়েছিল। কিন্তু এবার ফের স্বমহিমায় বাঙালির শ্রেষ্ঠপার্বন। উৎসবের জৌলুস বাড়িয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা। তাই দুর্গাপুজো এখন আর শুধু বাংলার নয়, গোটা দেশের, গোটা বিশ্বের।

আরও পড়ুন: “আমাদের শিক্ষক দাও, আমরা পড়তে চাই”, ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় তৃণমূল

পড়শি রাজ্য ত্রিপুরাতেও দুর্গাপুজার আমেজ তৈরি হয়েছে। শারদীয়া উৎসব উপলক্ষে এবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর কার্যালয়ের সামনে থেকে বহু মানুষকে শাড়ি উপহার দেওয়ার কর্মসূচি পালিত হল। পুজোর মধ্যে গোটা রাজ্য জুড়েই পালিত হবে এই কর্মসূচি।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “শারদীয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী আগরতলায় কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে পুজো উপহার হিসেবে। এই আয়োজন শুধু আগরতলার বুকে নয়, সমস্ত রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার মানুষের কাছে এই বস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। উৎসবের দিনগুলিতে ত্রিপুরা রাজ্যের সকল মানুষের মুখে হাসি ফোটাতে চায় তৃণমূল।”

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version