Tuesday, November 11, 2025

বেআইনি ভাবে নিযুক্তরা নিজে থেকে ইস্তফা না দিলে কড়া পদক্ষেপ: হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

বেআইনি ভাবে যাঁরা স্কুলে চাকরিতে নিযুক্ত তাঁরা নিজে থেকেই ইস্তফা না দিলে বরখাস্ত করা হবে। বুধবার, এই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, নবম থেকে দ্বাদশে নিয়োগে উত্তরপত্রে প্রায় কিছু না লিখেও নম্বর পেয়ে গিয়েছেন চাকরিপ্রার্থীরা। তিনি বলেন, ‘‘নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় প্রচুর সংখ্যক সাদা খাতা জমা দেওয়া হয়েছে। কিছু খাতায় শুধুমাত্র ৫-৬টি প্রশ্নের উত্তর দিয়ে চাকরিপ্রার্থীরা ৫৩ নম্বর পেয়েছেন। এ ছাড়া গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র পরীক্ষায়ও একই জিনিস হয়েছে।’’ বিচারপতি বলেন, অনৈতিকভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা ভবিষ্যতে যাতে কোনও সরকারি চাকরি করতে না পারেন, সে ব্যবস্থাও আদালত করবে।

বুধবার, বেআইনি ভাবে চাকরির সুপারিশপত্র কত জনকে দেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন বিচারপতি। ৩ অক্টোবর SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ বৈঠক করে সাদা খাতা জমা দেওয়া প্রার্থীদের মধ্যে কাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে। ‘‘বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ইস্তফা দেওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছে এই আদালত। তাঁদের ৭ নভেম্বরের মধ্যে ইস্তফা দিতে হবে। তা না হলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেবে আদালত’’- কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

আরও পড়ুন- জোড়া উপাচার্য পদ থেকে অপসারিত জেলবন্দি সুবীরেশ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ওম প্রকাশ


 

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...
Exit mobile version