Monday, August 25, 2025

বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট জয় ভারতের

Date:

দক্ষিণ আফ্রিকা : ১০৬/৮ (২০ ওভার)
ভারত : ১১০/২ (১৬.৪ ওভার)

তুড়ি মেরে জয়! ব্যাপারটা অনেকটা তেমনই। স্কোরবোর্ড বলছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত। কিন্তু ম্যাচটা আসলে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইংনিসের প্রথম তিন ওভারেই। সৌজন্যে দুই ভারতীয় পেসার অর্শদীপ সিং ও দীপক চাহার।

উইকেটে ঘাস ও বাউন্স দুটোই ছিল। যা দারুণভাবে কাজে লাগলেন দুই ভারতীয় জোরে বোলার। দুজনের দাপটে প্রথম তিন ওভারেই পাঁচ উইকেট খুইয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে রান তখন মাত্র ৯! ইনিংসের প্রথম ওভারেই টেম্বা বাভুমার (০) মিডল স্টাম্প ছিটকে দেন চাহার। পরের ওভারেই অর্শদীপের শিকার কুইন্টন ডি’কক (১), রিলি রসৌ (০) এবং ডেভিড মিলার (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে ট্রিস্টিয়ান স্টাবসকে (০) আউট করেন চাহার।

ওই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন এইডেন মার্করাম। সেই মার্করামও ব্যক্তিগত ২৫ রানে লেগ বিফোর উইকেটের শিকার হন হর্ষল প্যাটেলের বলে। তবে এই বিপর্যয়ের পরেও যে দক্ষিণ আফ্রিকা একশোর গণ্ডি পার করতে পেরেছে, তার জন্য কৃতিত্ব প্রাপ্য দুই টেল-এন্ডার কেশব মহারাজ ও ওয়েন পার্নেলের। কেশব ৩৫ বলে ৪১ রানের ক্যামিও খেলে দেন। পার্নেল করেন ৩৭ বলে ২৪ রান। অর্শদীপ ৩২ রানে ৩ উইকেট দখল করেন। চাহার ও হর্ষল পান দু’টি করে উইকেট। ম্যাচের সেরা অর্শদীপ। তিনিও স্বীকার করে নিলেন, পিচ থেকে বাড়তি সাহায্য পেয়েছেন। অধিনায়ক রোহিত বলে গেলেন, ‘পিচ ও পরিবেশ দুটোই চ্যালেঞ্জিং ছিল। জানতাম এই উইকেটে শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পাবে। তাই টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

জেতার জন্য মাত্র ১০৭ রান করতে হবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারিয়ে কুড়ি বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। রোহিত শূন্য রানে আউট হলেন। রান পাননি বিরাটও (৩)। তবে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল (৫৬ বলে ৫১) এবং সূর্যকুমার যাদব (৩৩ বলে ৫০)। অসমাপ্ত তৃতীয় উইকেটে দু’মিলে ৯৩ রান যোগ করে দলকে জয় এনে দেন।

আরও পড়ুন- পুজোর চারদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন সর্বশেষ আপডেট

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version