Wednesday, May 14, 2025

তৃণমূলের কর্মীর ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার নিয়ে উত্তেজনা ছড়াল পুরশুড়ায়।  বুধবার রেল স্টেশনের ধারে ধড় পাওয়া যায়। তার বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় মুণ্ড।তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:বিরাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বাবুলাল ঘনিষ্ঠ যুবক

বুধবার সকালে পুরশুড়ার সোদপুর রাউতারা গ্রামের বাসিন্দা শেখ মহম্মদ রফিক ওরফে সাহেব (২৯)-এর দেহ পাওয়া যায় হাওড়া-আরামবাগ রেলপথের তোকিপুর রেল স্টেশনের কাছ থেকে। সেখান থেকে প্রায় ৬০০ মিটার দূরে ঝোপজঙ্গল থেকে পাওয়া যায় সাহেবের মুণ্ড। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানার অভিযোগ, বিজেপি ‘হিংসার রাজনীতি’ করছে। তারাই ‘সক্রিয় তৃণমূল কর্মী’ সাহেবকে খুন করেছে ।যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে কোনও যোগ নেই গেরুয়া শিবিরের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ ফোনে সাহেব তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। সেই সময় তিনি তোকিপুরে রয়েছেন বলে জানিয়েছিলেন। মঙ্গলবার তোকিপুরে থাকাকালীন সাহেবের সঙ্গী ছিলেন শুভাশিস ভৌমিক নামে তাঁর এক বন্ধু। তাঁরা একসঙ্গেই বেরিয়েছিলেন বাইক নিয়ে। এদিকে শুভাশিসের দাবি,  রাত ১২টা নাগাদ তিনি সাহেবকে তোকিপুরে নামিয়ে দিয়ে চলে যান।

অন্যদিকে সাহেবের স্ত্রী সুন্দরী বেগমের দাবি, তকিপুর এলাকার এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সাহেবের। সুন্দরী জানান, মঙ্গলবারই  ওই তরুণীর সঙ্গে অশান্তি হয়েছিল সাহেবের। তাই ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করছেন তিনি।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version