Sunday, November 9, 2025

অভিনব! হুগলির গুড়াপে তৃণমূলের পতাকা হাতে অসুর বধ মা দুর্গার

Date:

বৃহস্পতিবার চতুর্থী (Chaturthi)। হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই দেবী আসছেন মর্তে। ইতিমধ্যে শুরু গিয়েছে কাউন্টডাউন। মণ্ডপে মণ্ডপে আসতে শুরু করেছে দুর্গা প্রতিমা। আলোর রোশনাইতে সেজেছে শহর কলকাতার রাজপথ থেকে শুরু করে রাজ্যের অলিগলি। থিমের দুনিয়ায় একের পর এক থিমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। কলকাতায় ইতিমধ্যে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। শ্রীভূমি (Sreebhumi) থেকে সুরুচি (Suruchi), টালা (Tala) থেকে চেতলা (Chetla) সব মণ্ডপেই সকাল থেকে প্রতিমা ও মণ্ডপ দর্শনে ভিড় জমাচ্ছেন মানুষ। তবে পুজোকে কেন্দ্র করে সব ক্লাবই চায় কিছুটা হলেও এগিয়ে থাকুক তাঁদের ক্লাবটি। আর সেই মতোই হুগলির গুড়াপে ধরা দিল একটু অন্য ছবি।

রাজ্যে হুগলিরও পুজোর বহর নিতান্তই কমকিছু নয়। ইতিমধ্যে গুড়াপের বিভিন্ন পূজো মন্ডপ সেজে উঠেছে। কিন্ত গুড়াপের হাসামপুর এলাকায় ধরা পড়ল একটু অন্য ছবি। দেবী দুর্গা তৃণমূলের দলীয় পতাকা হাতে অসুর বধ করছেন। গুড়াপ পঞ্চায়েতের সদস্য লক্ষণ মন্ডল জানান, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে অশুভ শক্তির বিনাশ করে উন্নয়নে ব্রতী হয়েছেন, তা দেখেই তাঁরা উদ্বুদ্ধ হয়েছেন। দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশ করেছিলেন আর মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে চলতি বিধানসভা ভোটে বিজেপিকে বধ করেছেন। সেকারণেই এমন পরিকল্পনা।

গুড়াপের পঞ্চায়েত সদস্য আরও বলেন মুখমন্ত্রী এবার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন তাই তাঁদের মতো অনেক ছোট পুজো কমিটি খুব ভালোভাবে পুজোর আয়োজন করতে পেরেছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version