Wednesday, November 12, 2025

ইরাকে ভয়াবহ ড্রোন (Drone) ও মিসাইল হামলা (Missile Attack) চালাল ইরান (Iran)। ইতিমধ্যে কুর্দ অধ্যুষিত এলাকার ওই হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। বুধবার সকালে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে ওঠে ইরাকের উত্তরের কুর্দিস্তান অঞ্চল (Kurdistan)।

ইরাকের কুর্দ প্রশাসন সূত্রে খবর, বুধবার সকালে আরবিল (Erbil) ও সুলেইমানিয়ায় (Sulemania) অন্তত ১০টি জায়গায় হামলা চালিয়েছে ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনী (Revolutionary Guard)। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইতিমধ্যে হিজাব (Hijab) বিতর্কে উত্তপ্ত ইরান। বছর বাইশের মাহসা আমিনির হ*ত্যার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠেছেন ইরানের তরুণীরা। হিজাব পুড়িয়ে, নিজের চুল কেটে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানের রেভলিউশনারি গার্ড ইরাকে অবস্থিত বিচ্ছিন্নতাবাদীদের কিছু ঘাঁটিতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের (Separatists) নির্মূল না করা পর্যন্ত এই হামলা চলবে। এদিকে সাম্প্রতিক সময়ে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ইরান। ইরানের দাবি, ইরানে এসব বিক্ষোভ ছড়াচ্ছে ইরাকে অবস্থানরত কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে হামলার তীব্র নিন্দা করেছে আমেরিকা (America)। হোয়াইট হাউস (White House) এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দেশে চলা হিজাব বিক্ষোভ থেকে নজর ঘোরাতেই যুদ্ধের আশ্রয় নিচ্ছে ইরান। এই হামলা ইরাকের সর্বভৌমত্বে বড় আঘাত।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version