Tuesday, November 11, 2025

ঔরঙ্গজেবের থেকে বেশি মন্দির ধ্বংস করেছেন মোদি, বিস্ফোরক দাবি কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্তের

Date:

মুঘল সম্রাট ঔরঙ্গজেবের (Mughal Emperor Aurangzeb) থেকেও বেশি মন্দির ধ্বংস করেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ফেওয়ার সময় এমনটাই দাবি করলেন কাশী বিশ্বনাথ মন্দিরের মোহন্ত রাজেন্দ্র প্রসাদ তেওয়ারি (Rajendra Prasad Tewari)

ওই সাক্ষাৎকারে রাজেন্দ্র প্রসাদ তেওয়ারি আরও দাবি করেন, মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতাতেই কাশী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্ট ও রাজা টোডর মল। কিন্তু পরবর্তী সময়ে শাহজাহান পুত্র ঔরঙ্গজেব সেই মন্দির ধ্বংস করে। আর ঔরঙ্গজেব এমনটা করবে সেটা আশঙ্কা করেই আগে থেকে শিবলিঙ্গটি নিজেদের বাড়িতে এনে রেখেছিলেন রাজেন্দ্রর পূর্বপুরুষ। পরবর্তী সময়ে রানি অহল্যাবাঈ হোলকার ওই বাড়িরই একটি জায়গায় আবার মন্দির প্রতিষ্ঠা করেন। রাজেন্দ্রর অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করছে কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP)।

প্রসঙ্গত, মাসকয়েক আগে আগে কাশী বিশ্বনাথ মন্দির করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। এই করিডর নির্মাণের জন্য ২৮৬টি শিবলিঙ্গ সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই মোহন্ত বলেন, “ঔরঙ্গজেব নিজে না এলেও তাঁর শাসনকালেই বিশ্বনাথ মন্দির ধ্বংস করা হয়। ঐতিহাসিকরা তাই ঔরঙ্গজেবেকেই দায়ী করেছেন। ফলে ওই একই যুক্তিতে নরেন্দ্র মোদির জমানায় একাধিক হিন্দু মন্দির ভেঙে ফেলে হয়েছে এই করিডর। তাই এর দায় মোদিকেই নিতে হবে।”

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version