Sunday, August 24, 2025

‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে জমজমাট উদ্বোধন গিরীশ পার্ক ‘তরুণ সঙ্ঘের’

Date:

আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে এসেছেন উমা। উৎসবমুখর বাংলা। আর শুভ মহাষষ্ঠীতেই শুভ উদ্বোধন হয়ে গেল গিরীশ পার্ক তরুণ সঙ্ঘ ক্লাবের পুজো। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন বাংলার গর্ব তথা ‘চাকদহ এক্সপ্রেস’ ঝুলন গোস্বামী (Jhulan goswami)। উপস্থিত ছিলেন সংবাদ প্রতিদিনের কর্ণধার ও গিরীশ পার্ক তরুণ সঙ্ঘের পুজোর সম্পাদক সৃঞ্জয় বোস (Srinjoy Bose) সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

পুজো উদ্বোধন করে ঝুলন গোস্বামী বলেন, আমরা অনেক কঠিন লড়াই করে করোনা কাটিয়ে ফিরে এসেছি। সবাইকে সাবধানে থাকতে হবে। পাশাপাশি সৃঞ্জয় বোসের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মোহনবাগান হোক বা তার বাইরেও, সব প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন সৃঞ্জয়দা। সৃঞ্জয়দার মতো মানুষ খুব কমই আছেন। সবসময় উনি প্লেয়ারদের সাপোর্ট করেছেন, পাশে দাঁড়িয়েছেন। উদ্বোধনের পর সকলের অনুরোধে ঢাকও বাজান ঝুলন।

এদিনের পুজো উদ্বোধনে এসে সৃঞ্জয় বসু বলেন, মায়ের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। গতবছর কোভিড, এইবছর ডেঙ্গি, এগুলো আসতেই থাকবে। কিন্তু আমাদের এগুলোর বিরুদ্ধে লড়াই করে সাবধানে থাকতে হবে। ঝুলন গোস্বামীর প্রশংসা করেন সৃঞ্জয়। তিনি বলেন, মাঠটা একটা অক্সিজেনের জায়গা। যারা মাঠের লোক তারা মনের দিক থেকে পরিস্কার হয়। তারা অন্যের উপকারে আসে। খেলাধুলো-মাঠ আমাদের জীবনের একটা অঙ্গ। সবাইকে মাঠে যাওয়া উচিৎ। এককথায় মহাষষ্ঠীতে জমজমাট গিরীশ পার্ক তরুণ সঙ্ঘের পুজো।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version