Monday, May 5, 2025

লাগাতার জ্বালানির দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বেড়েছে দ্রব্যমূল্যের দামও। স্বভাবতই পকেটে টান পড়েছে মধ্যবিওর। উৎসবের মরশুমেও দামবৃদ্ধিতে রেহাই নেই। এক ধাক্কায় প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হল। পেট্রোলিয়াম মন্ত্রকের প্লানিং অ্যান্ড অ্যানালিসিস সেল একটি নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে। প্রাকৃতিক গ্যাস থেকেই সিএনজি ও রান্নার গ্যাস তৈরি হয়। ফলে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে অচিরেই এই দুই পেট্রোপণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি প্রাকৃতিক গ্যাস সার ও ইলেকট্রিসিটি উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। স্বভাবতই এসবের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের চাহিদা সামাল দিতে ONGC দু’টি নতুন খনি থেকে তেল তুলছে, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, গত একবছরে সিএনজি ও পিএনজি-র দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এখন নতুন করে ফের দাম বৃদ্ধি হলে মধ্যবিত্তর সঙ্কট আরও বাড়বে বলে মনে করছে অর্থনীতিবিদরা। পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে বর্তমানে দেশের পুরনো গ্যাস ফিল্ড থেকে আহরণ করা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে পুরনো গ্যাস ফিল্ডে যেখানে ব্রিটিশ থার্মাল ইউনিট থেকে  ৬.১ মার্কিন ডলার প্রতি গ্যাস পাওয়া যেত তা এখন বেড়ে হয়েছে ৮.৫৭ ডলার। একইসঙ্গে খানিক দাম বেড়েছে নতুন গ্যাস ফিল্ডের ক্ষেত্রেও।

২০১৯ সালের এপ্রিল মাসের পর থেকে এই নিয়ে তৃতীয়বারের জন্য বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম। প্রসঙ্গত, প্রতি ছয় মাস অন্তর নতুন করে গ্যাসের দাম নির্ধারণ করে সরকার। একবার ঠিক হয় ১ এপ্রিল, আর একবার হয় ১ অক্টোবর।তবে এবার উৎসবের মরশুমেই তা বাড়ল।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version