Saturday, August 23, 2025

লাগাতার জ্বালানির দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বেড়েছে দ্রব্যমূল্যের দামও। স্বভাবতই পকেটে টান পড়েছে মধ্যবিওর। উৎসবের মরশুমেও দামবৃদ্ধিতে রেহাই নেই। এক ধাক্কায় প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি করা হল। পেট্রোলিয়াম মন্ত্রকের প্লানিং অ্যান্ড অ্যানালিসিস সেল একটি নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে। প্রাকৃতিক গ্যাস থেকেই সিএনজি ও রান্নার গ্যাস তৈরি হয়। ফলে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে অচিরেই এই দুই পেট্রোপণ্যের দামও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি প্রাকৃতিক গ্যাস সার ও ইলেকট্রিসিটি উৎপাদনের কাজেও ব্যবহৃত হয়। স্বভাবতই এসবের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:পেট্রোপণ্যের চাহিদা সামাল দিতে ONGC দু’টি নতুন খনি থেকে তেল তুলছে, জানাল কেন্দ্র

প্রসঙ্গত, গত একবছরে সিএনজি ও পিএনজি-র দাম প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি হয়েছে। এখন নতুন করে ফের দাম বৃদ্ধি হলে মধ্যবিত্তর সঙ্কট আরও বাড়বে বলে মনে করছে অর্থনীতিবিদরা। পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে বর্তমানে দেশের পুরনো গ্যাস ফিল্ড থেকে আহরণ করা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে পুরনো গ্যাস ফিল্ডে যেখানে ব্রিটিশ থার্মাল ইউনিট থেকে  ৬.১ মার্কিন ডলার প্রতি গ্যাস পাওয়া যেত তা এখন বেড়ে হয়েছে ৮.৫৭ ডলার। একইসঙ্গে খানিক দাম বেড়েছে নতুন গ্যাস ফিল্ডের ক্ষেত্রেও।

২০১৯ সালের এপ্রিল মাসের পর থেকে এই নিয়ে তৃতীয়বারের জন্য বাড়ল প্রাকৃতিক গ্যাসের দাম। প্রসঙ্গত, প্রতি ছয় মাস অন্তর নতুন করে গ্যাসের দাম নির্ধারণ করে সরকার। একবার ঠিক হয় ১ এপ্রিল, আর একবার হয় ১ অক্টোবর।তবে এবার উৎসবের মরশুমেই তা বাড়ল।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version