Saturday, August 23, 2025

সোনিয়ার মগজাস্ত্র, রাজস্থান সঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী গেহলটের ডেপুটি পদে পাইলট?

Date:

কংগ্রেস সভাপতির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছেন। অবশ্য “এক ব্যক্তি এক পদ” ফর্মুলায় তাঁর প্রথম পছন্দই ছিল মুখ্যমন্ত্রিত্ব। অবশেষে তাঁর পছন্দতেই সিলমোহর দিয়েছে হাইকমান্ড। এছাড়া অবশ্য সোনিয়া-রাহুলের কাছে আর কোনও অপশন ছিল না। কারণ, মরুরাজ্যের সঙ্কট কাটাতে এবং বিদ্রোহী বিধায়কদের সোজা পথে আনতে এটাই ছিল একমাত্র উপায়। তাই অশোক গেহলটকেই তাঁর পদে বহাল রাখছে কংগ্রেস।

তবে গেহলটের বিরোধী শিবিরকেও তুষ্ট রাখতে চায় কংগ্রেস হাইকম্যান্ড। তাই রাজস্থান সরকারে গেহলটের ডেপুটি হিসেবে ফিরিয়ে আনা হচ্ছে শচীন পাইলটকে। নিজের পুরনো উপমুখ্যমন্ত্রীর পদ ফিরে পেতে পারেন তরুণ কংগ্রেস নেতা।

দলীয় সভাপতি পদে গান্ধী পরিবারের প্রথম পছন্দের নেতা হলেও অনুগামীদের বিদ্রোহের জেরে কংগ্রেস সভাপতি দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অশোক গেহলট। সোনিয়া গান্ধীর কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। পাশাপাশি বিরোধী গোষ্ঠীর নেতা শচীন পাইলটের নামে বিস্ফোরক কিছু অভিযোগও করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। গেহলট দাবি করেছেন, রাজস্থানের ১০২ জন বিধায়ক তাঁরই সঙ্গে রয়েছেন। যেখানে পাইলট শিবিরে হাতে মাত্র ১৮ জন। লড়াইটা এই ১০২ জন বনাম ১৮ জনের। পাইলট যে রাজস্থানের কংগ্রেস সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিলেন সে কথাও মনে করিয়ে দিয়েছেন গেহলট। তবে হাইকমান্ড দুই শিবিরকেই তুষ্ট করার ফর্মুলা হিসেবে গেহলটের সঙ্গে জুড়ে দিল পাইলটকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version