Monday, May 12, 2025

অষ্টমীতে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাসকে সত্যি করেই সকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয় ঝড়বৃষ্টি। আর ঝড়বৃষ্টিতে অঞ্জলির সময়ে হুড়োহুড়ির চোটে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনের পুজোমণ্ডপ। ক্ষতিগ্রস্ত হয় প্রতিমাও। এই পুজোর অন্যতম উদ্যোক্তা স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আর নিজের আয়োজিত পুজোর এই অবস্থা দেখে কেঁদে ফেললেন বিধায়ক খগেশ্বর রায়। প্যান্ডেল নির্মাতার ভুলেই এত ঘটনা ঘটেছে বলে দাবি বিধায়কের।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে অষ্টমীর সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়েছিল। পুজোর আনন্দে কিছুটা বাধা পড়েছে উত্তরবঙ্গবাসীর। তবু অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য বিভিন্ন মণ্ডপেই ভিড় জমিয়েছিলেন তাঁরা। অঞ্জলির সময়ে মণ্ডপে দর্শনার্থীদের হুড়োহুড়ি ও দুর্যোগের জোড়া ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলপাইগুড়ির রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনের পুজোমণ্ডপ। স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ”আমার জীবনে এই প্রথম এমন ঘটনা ঘটল। খুঁটি ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেল মণ্ডপটা। অষ্টমীর দিন এমনটা হওয়ায় এত খারাপ লাগছে যে বলার কথা না। চোখে জল চলে আসছে।” প্যান্ডেল নির্মাতার ভুলেই এত বড় ক্ষতি বলে মনে করেন তিনি। রাজগঞ্জের কদমতলা পাতিলাভাসা সর্বজনীনে এমন অঘটন ঘটনায় এলাকাবাসীরও মনখারাপ। যদিও ফের মণ্ডপ মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করতে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন পুজো উদ্যোক্তারা।

আরও পড়ুন- প্রতিরক্ষায় শক্তি বাড়াল ভারত, বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’


 

Related articles

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...
Exit mobile version