Tuesday, August 26, 2025

মোদির হিমাচল সফর কভার করতে সাংবাদিকদের ‘চরিত্রের শংসাপত্র’ বাধ্যতামূলক

Date:

Share post:

মোদির হিমাচল সফর কভার করতে গেলে সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক করা হলো চরিত্রের শংসাপত্র। আগামীকাল হিমাচল প্রদেশ(Himachal Pradesh) সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরে উপস্থিত থাকার জন্য যে সকল সাংবাদিক আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেককে চরিত্রে শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক সংবাদ মাধ্যম(media sector)। সরকারের এহেন নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

হিমাচল প্রদেশে মোদির সফরে জেলা প্রশাসনের তরফে সমস্ত সংবাদ মাধ্যম কর্মীদের জানানো হয়েছে, মোদির সফরে উপস্থিত থাকতে গেলে তাদের চরিত্রগত শংসাপত্র জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে হিমাচল প্রদেশের স্থানীয় সংবাদ মাধ্যম তো বটেই অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের সংবাদ কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ জারি রয়েছে সমস্ত প্রিন্ট, ডিজিটাল এবং টেলিভিশন মিডিয়ার জন্যও। পুলিশে তরফে গত ২৯ সেপ্টেম্বরেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয়। স্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সংবাদমাধ্যম কর্মীদের তাদের চরিত্রগত শংসাপত্র জমা দিতে হবে বিলাসপুরের ডিএসপি অফিসে ১ অক্টোবরের মধ্যে। চরিত্র শংসাপত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা মোদির সফরে উপস্থিত থাকবেন আর কাদের বাদ দেওয়া হবে।

মোদি সরকারের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আম আদমি পার্টির মুখপাত্র পঙ্কজ পন্ডিত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ২২ বছরের সাংবাদিক জীবনে এই প্রথমবার তিনি এমন উদ্ভট দাবি দেখছেন। “মোদিজি প্রথমবার রাজ্যে আসছেন না। চরিত্রের শংসাপত্রের এহেন দাবি অত্যন্ত অপমানজনক এবং সংবাদ মাধ্যমের স্বাভাবিক কার্যকলাপকে রোধ করার চেষ্টা।”

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...