Tuesday, May 20, 2025

বিলুপ্ত হোমিনিন (Hominine) এবং মানব বিবর্তনের জিনোম (Genome) সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর অর্থাৎ ২০২২ সালে শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে নোবেল পুরস্কার (Nobel prize) পেলেন সুইডিশ বিজ্ঞানী সোয়ান্তে পাবো (Svante Paabo)। তিনি, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর। নিয়ান্ডারথালের জিনোমের ক্রম তৈরি করেছেন পাবো। হোমিনিন ডেনিসোভা-র আবিষ্কারের কৃতিত্বও পাবোর। চলতি সপ্তাহ থেকেই এই বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা শুরু হল। প্রথম পুরস্কারটি দেওয়া হল শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে।

সোমবার নোবেল পুরস্কার কমিটি সাফ জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোয়ান্তে পাবোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কোনও সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা প্রভাবিত করে এই প্রাচীন জিন প্রবাহ। পুরস্কার মূল্য হিসাবে সান্তেপাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস (Swidish Crowns)। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা। সান্তে পাবো সুনে বার্গস্ট্রমের ছেলে, যিনি ১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হল। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামী শুক্রবার। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ আবিষ্কারক তথা এবং ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...
Exit mobile version