Friday, November 14, 2025

বিলুপ্ত হোমিনিন (Hominine) এবং মানব বিবর্তনের জিনোম (Genome) সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছর অর্থাৎ ২০২২ সালে শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে নোবেল পুরস্কার (Nobel prize) পেলেন সুইডিশ বিজ্ঞানী সোয়ান্তে পাবো (Svante Paabo)। তিনি, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজির ডিরেক্টর। নিয়ান্ডারথালের জিনোমের ক্রম তৈরি করেছেন পাবো। হোমিনিন ডেনিসোভা-র আবিষ্কারের কৃতিত্বও পাবোর। চলতি সপ্তাহ থেকেই এই বছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা শুরু হল। প্রথম পুরস্কারটি দেওয়া হল শারীরবিদ্যা বা ঔষধ বিভাগে।

সোমবার নোবেল পুরস্কার কমিটি সাফ জানায়, বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোয়ান্তে পাবোকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কোনও সংক্রমণের মোকাবিলায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা প্রভাবিত করে এই প্রাচীন জিন প্রবাহ। পুরস্কার মূল্য হিসাবে সান্তেপাবো পাবেন ১ কোটি সুইডিশ ক্রাউনস (Swidish Crowns)। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৭০৫ টাকা। সান্তে পাবো সুনে বার্গস্ট্রমের ছেলে, যিনি ১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন।

চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার সূচনা হল। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে আগামী শুক্রবার। ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। সুইডিশ আবিষ্কারক তথা এবং ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলি হল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version