Wednesday, November 12, 2025

যাত্রী পরিষেবার লেটার মার্কস নিয়ে এবার পুজোয় রেকর্ড আয় মেট্রোর

Date:

গত দু’বছরের করোনা মহামারির পর এবছর ফের ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পুজোর ভিড়ে এবারও ভরসা ছিল সেই শহরের লাইফলাইন। শহরের উত্তর থেকে দক্ষিণ,পুজোকে একইসূত্রে বেধেছে কলকাতার পাতালপথ। সাফল্যের সঙ্গে মানুষকে শুধু ঠাকুর দেখানোই নয়, প্রত্যেককে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিয়েছে কলকাতা মেট্রো রেল।

মেট্রো কর্তৃপক্ষ ১০০ শতাংশ ক্রাউড ম্যানেজমেন্ট করে লেটার মার্কস নিয়ে পঞ্চমী থেকে দশমীতে ৩৯ লক্ষ ২০ হাজার ৭৮৯ জন যাত্রীকে দুরন্ত পরিষেবা দিয়েছে। তার মধ্যে রয়েছে নবাগত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ১ লক্ষ ৭৯ হাজার ৪২৮ জন।

মেট্রো রেলের তথ্য অনুসারে, এর আগে ২০১৯ সালে রেকর্ড তৃতীয়া থেকে দশমী পর্যন্ত পাতালপথে যাত্রী হয়েছিল ৬১.৬ লক্ষ। মেট্রোর হিসাবে ওটাই ছিল সর্বকালীন রেকর্ড। তার মধ্যে চতুর্থী থেকে নবমীতেই ৪৯.৫ লক্ষ যাত্রী মেট্রোয় চড়ে ঠাকুর দেখেছেন। ওই বছর আয় হয়েছিল প্রায় ৫ কোটি টাকার। এবছরে পুজোর সময় এই ৬দিনে মেট্রোয় টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব‌্য চক্রবর্তী বলেন, “এবছর পুজোর সময় আমাদের কর্মীরা খুব ভাল ক্রাউড ম্যানেজমেন্ট করেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষ খুব দ্রুত এক জায়গা থেকে অন‌্যত্র পৌঁছে গিয়েছেন।”

আরও পড়ুন:অনুব্রতর মামলায় চার্জশিট জমা সিবিআইয়ের

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version