Tuesday, August 26, 2025

কৃত্রিম জলাশয়ে জলকামান দিয়ে মণ্ডপেই বিসর্জন কলকাতার ৪৩ ফুটের বিশাল প্রতিমা !

Date:

টালা প্রত্যয়-এর পুজোর ইতিহাসে এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল পুজো মণ্ডপেই। ৪৩ ফুটের বিশাল প্রতিমা কৃত্রিম জলাশয় তৈরি করে জলকামানের মাধ্যমে প্রতিমা গলিয়ে ফেলা হলো সেই জলাশয়ে। অভিনব এই বিসর্জন দেখতে শুক্রবার সন্ধ্যায় মানুষের ঢল নামে পুজো মণ্ডপে। কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের সহযোগিতায় নিরঞ্জনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হল। মূলত গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচাতেই তাদের এই ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

যে পরিবেশের উপর আমার প্রত্যেকে নির্ভরশীল সেই পরিবেশ রক্ষা করা তো দূরের কথা, তার ধ্বংসলীলা আমরা নিজেরাই করে চলেছি অবলীলায়। আমরা বারে বারে ভুলে যাই যে সর্বোৎকৃষ্ট তকমা গায়ে লাগাতে গেলে তার মতো কাজও করতে হবে। এ বার সেই সময় এসেছে। মূলত এই ভাবনা থেকেই শুক্রবার উত্তর কলকাতার টালা প্রত্যয়ের দুর্গা পুজোয় এবারের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল এমন অভিনব পদ্ধতিতে।

পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং আজ যখন প্রায় চূড়ান্ত সময় পৌছে গিয়েছে তখন এই বেসরকারি সংস্থার দায় ও দায়িত্ব এসে দাঁড়ায় পরিবেশের পাশে দাঁড়ানোর। তিলোত্তমার অতি পরিচিত দুর্গাপুজো কমিটি টালা প্রত্যয় এবং তাদের শিল্পী সুশান্ত পাল এই বছর যে অভিনব ভাবে বিসর্জনের কথা ভেবেছেন তার পক্ষে থাকার জন্য এগিয়ে এসেছে এই সংস্থাটিও।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version