Saturday, November 8, 2025

ইউক্রেনে ফের মিসাইল হামলা রাশিয়ার: মৃত কমপক্ষে ১৭, তীব্র নিন্দা জেলেনেস্কির

Date:

ফের ইউক্রেনে (Ukraine) মিসাইল হানা (Missile Attack) রাশিয়ার (Russia)। শনিবার রাতভর রুশ সেনা হামলা চালায় দক্ষিণ ইউক্রেনের জাপরজাই (Zaporizhzhia) অঞ্চলে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি (President Vladimir Jelenski) জানান, ইতিমধ্যে এই নারকীয় হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক শিশুও রয়েছে। জাপরজাইতে মিসাইল হামলায় ২০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ টি বড় বিল্ডিংও। এছাড়া ভেঙে পড়েছে চারটি স্কুল বাড়িও জেলেনেস্কি আরও জানান, প্রতিদিন মিসাইল হামলা চালানো রাশিয়ার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে মানুষ মারার পরিকল্পনা করছে রাশিয়া।

অন্যদিকে, শনিবার ভোরেও পূর্ব ইউক্রেনের খারকিভ (Kharkiv) শহ একাধিক এলাকা বিস্ফোরণে (Blast) কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তবে খারকিভে একাধিক বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাপরজাইয়ের গভর্নর আলেকজান্ডার স্টারুক (Alexander Starukh) জানিয়েছেন, ড্রোন হামলার (Drone Attack) ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবিষ্যতে ড্রোন হামলা হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি গণভোটের মাধ্যমে জাপরজাই নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। কিন্তু এখনও সেই অঞ্চলে রুশ শাসন প্রতিষ্ঠিত হয়নি। অন্যদিকে, নিজেদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলি ফিরে পেতে করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনও। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি হচ্ছে ইউক্রেন। মনে করা হচ্ছে, আক্রমণের ঝাঁঝ কমিয়ে দিতেই ইউক্রেনের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হানা চালায় রাশিয়া। মোট সাতটি মিসাইলের মধ্যে তিনটি লোকালয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় ১৭ জনের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version