Wednesday, August 27, 2025

ইউক্রেনে ফের মিসাইল হামলা রাশিয়ার: মৃত কমপক্ষে ১৭, তীব্র নিন্দা জেলেনেস্কির

Date:

ফের ইউক্রেনে (Ukraine) মিসাইল হানা (Missile Attack) রাশিয়ার (Russia)। শনিবার রাতভর রুশ সেনা হামলা চালায় দক্ষিণ ইউক্রেনের জাপরজাই (Zaporizhzhia) অঞ্চলে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি (President Vladimir Jelenski) জানান, ইতিমধ্যে এই নারকীয় হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক শিশুও রয়েছে। জাপরজাইতে মিসাইল হামলায় ২০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ টি বড় বিল্ডিংও। এছাড়া ভেঙে পড়েছে চারটি স্কুল বাড়িও জেলেনেস্কি আরও জানান, প্রতিদিন মিসাইল হামলা চালানো রাশিয়ার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে মানুষ মারার পরিকল্পনা করছে রাশিয়া।

অন্যদিকে, শনিবার ভোরেও পূর্ব ইউক্রেনের খারকিভ (Kharkiv) শহ একাধিক এলাকা বিস্ফোরণে (Blast) কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তবে খারকিভে একাধিক বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাপরজাইয়ের গভর্নর আলেকজান্ডার স্টারুক (Alexander Starukh) জানিয়েছেন, ড্রোন হামলার (Drone Attack) ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবিষ্যতে ড্রোন হামলা হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি গণভোটের মাধ্যমে জাপরজাই নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। কিন্তু এখনও সেই অঞ্চলে রুশ শাসন প্রতিষ্ঠিত হয়নি। অন্যদিকে, নিজেদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলি ফিরে পেতে করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনও। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি হচ্ছে ইউক্রেন। মনে করা হচ্ছে, আক্রমণের ঝাঁঝ কমিয়ে দিতেই ইউক্রেনের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হানা চালায় রাশিয়া। মোট সাতটি মিসাইলের মধ্যে তিনটি লোকালয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় ১৭ জনের।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version