Wednesday, August 27, 2025

অমানবিক! নিজের বাড়িতে টানা ৩৬ বছর বন্দি যোগী রাজ্যের বাসিন্দা স্বপ্না

Date:

জেলের কারাগার (Jail Custody) নয়, নিজের বাড়িতেই অন্ধকার ঘরে বন্দি (Captive) হয়ে কাটিয়েছেন টানা ৩৬ বছর। মানসিকভাবে তিনি সুস্থ (Mentally Ill) নন, এই অপরাধেই তাঁর নিজের বাবা ৩৬ বছর এভাবে শিকল পরিয়ে ঘরের এক কোণে বন্দি করে রেখেছিলেন। অবশেষে মুক্তি পেলেন বছর ৫৩-র স্বপ্না জৈন (Swapna Jain)। ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তর প্রদেশ (Uttar Pradesh)। ফিরোজাবাদের টুন্ডলার মহম্মদবাদ গ্রামের ঘটনা। ঘটনার কথা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ঘটনার যথোপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

স্বপ্নার বয়স যখন ১৭ বছর সেই সময় থেকেই তাঁকে ঘরবন্দি করে রাখেন বাবা গিরীশ চন্দ। স্বপ্নাকে শুধুমাত্র দিনে দুবার খাবার দেওয়া হত। কিছুক্ষন পর আবার দরজা বন্ধ করে দেওয়া হত। এছাড়া জানালা দিয়ে জল ছিটিয়ে তাঁকে স্নান করানো হত বলে পুলিশ সূত্রে খবর। এভাবেই নরকযন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে স্বপ্নার এতগুলো বছর। সম্প্রতি স্বপ্নার বাবা মারা যান। স্থানীয়রা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংস্থায় (Voluntary Organization)। তারপরই বন্দিদশা থেকে মুক্ত হন স্বপ্না।

স্বেচ্ছাসেবী সংগঠন সেবাভারতীর বরিষ্ঠ সদস্য নির্মলা সিং জানান, আমরা তাঁকে খুব খারাপ অবস্থায় পেয়েছি। তাঁর পরনে ছিল নোংরা জামাকাপড়। সারা গায়ে ময়লা ছিল। আমরা তাঁকে স্নান করিয়ে পরিষ্কার পোশাকও দিয়েছি। বর্তমানে আগ্রার একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে স্বপ্নার।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version