Tuesday, November 11, 2025

শহুরে নকশালরা ভোল বদলে গুজরাট ঢোকার চেষ্টা করছে: রাজ্যের যুবকদের সতর্ক করলেন মোদি

Date:

নির্বাচনের ভোটে কাঠি পড়ে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনা অঙ্কে গুজরাটে আনাগোনা বেড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। সোমবার নিজের রাজ্যে পা রেখে সেখানকার যুব সম্প্রদায়কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী(Prime Minister)। তিনি জানালেন, ভুল পাকলে গুজরাটে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা(Urban Naxal)। শুধু তাই নয় স্পষ্ট ভাষায় তিনি এটাও বুঝিয়ে দিলেন, শহুরে নকশালদের গুজরাটে ঢুকতে দেওয়া হবে না।

সোমবার গুজরাটের ভারত জেলায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভোল বদলে নতুন অবতারে রাজ্যে ঢোকার চেষ্টা করছেন শহুরে নকশালরা। তাঁরা তাঁদের পোশাক বদলে ফেলেছেন। তাঁদের অনুসরণ করার জন্য আমাদের প্রাণোজ্জ্বল ও নিরীহ তরুণদের ভুল বোঝানো হচ্ছে।” একই সঙ্গে তাঁর বক্তব্য, “ওঁদের হাতে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেব না। যাঁরা দেশকে ধ্বংস করার কাজে ব্রতী হয়েছেন, সেই সব শহুরে নকশাল সম্পর্কে আমাদের ছেলেমেয়েদের সচেতন করতে হবে। ওঁরা বিদেশি শক্তির এজেন্ট। ওঁদের কাছে মাথা নোয়াবে না গুজরাত। ওঁদের ধ্বংস করবে এই রাজ্য।”

উল্লেখ, চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপির অন্যতম প্রতিপক্ষ হয়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এখানে পরিস্থিতিতে মোদির ‘শহুরে নকশাল’ মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের অনুমান, হয়তো শহুরে নকশাল মন্তব্য আসলে কেজরিওয়ালের দল আপকে উদ্দেশ্য করেই।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version