Wednesday, November 5, 2025

সারদার দেওয়া টাকার রসিদে কেন সই নেই? জেরায় সদুত্তর দিতে পারেননি শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

চূড়ান্ত বিপাকে রাজ্যের বিরোধী দলনেতার ছোটভাই তথা কাঁথির বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। শ্মশানের জমি কেলেঙ্কারি, পথবাতি নিয়ে দুর্নীতির অভিযোগের পর এবার সারদার অবৈধ বহুতল তৈরির মামলায় পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুকে। একটানা প্রায় ৭ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর, সৌমেন্দুকে সারদা জমির মামলায় হারিয়ে যাওয়া ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। টানা জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন সৌমেন্দু। সেইসম ১৮ লক্ষ টাকা খরচ হয়েছিল তাঁর। তাছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে কোন সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি না নিয়ে তিনি বিদেশ গিয়েছিলেন। শুধু তাই নয়, লন্ডনে তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর বেশ কয়েকজন সঙ্গীও। সেইসব সঙ্গীদেরও তলব করা হতে পারে।আগামী শুক্রবার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে।

প্রসঙ্গত, কাঁথিতে সারদার বহুতল তৈরির মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন স্পষ্ট ভাবে জানিয়েছে, পুরসভায় ওই প্রকল্পের কাগজপত্রের জন্য ৬০ লাখ টাকা দেওয়া হয়। সে জায়গায় সৌমেন্দু অধিকারীর সাইন করা ৪০ লক্ষ টাকার নথি থাকলেও বাকি ২০ লক্ষ টাকার কোন মানি রিসিপ্ট নেই। এটা কেন, তার কোনও সদুউত্তর দিতে পারেননি সৌমেন্দু। বরং, সৌমেন্দু জানিয়েছেন মানি রিসিট যেটা পাওয়া গেছে তাতে যে স্বাক্ষর সেটা তার নিজের নয়। সেটাও সিগনেচার এক্সপার্ট দিয়ে খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও যে সময় তিনি লন্ডনে যান সেই সময় চেয়ারম্যান হিসেবে সাড়ে ৬ হাজার টাকা সাম্মানিক ভাতা পেতেন। এককালীন এত মোটা অংকের টাকা কোথা থেকে এল তা খতিয়ে দেখবে পুলিশ।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version