Saturday, August 23, 2025

সারদার দেওয়া টাকার রসিদে কেন সই নেই? জেরায় সদুত্তর দিতে পারেননি শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

চূড়ান্ত বিপাকে রাজ্যের বিরোধী দলনেতার ছোটভাই তথা কাঁথির বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। শ্মশানের জমি কেলেঙ্কারি, পথবাতি নিয়ে দুর্নীতির অভিযোগের পর এবার সারদার অবৈধ বহুতল তৈরির মামলায় পুলিশের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুকে। একটানা প্রায় ৭ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

পুলিশ সূত্রে খবর, সৌমেন্দুকে সারদা জমির মামলায় হারিয়ে যাওয়া ফাইল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। টানা জেরায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। যেমন ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য লন্ডনে গিয়েছিলেন সৌমেন্দু। সেইসম ১৮ লক্ষ টাকা খরচ হয়েছিল তাঁর। তাছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে কোন সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি না নিয়ে তিনি বিদেশ গিয়েছিলেন। শুধু তাই নয়, লন্ডনে তাঁর সঙ্গে গিয়েছিলেন তাঁর বেশ কয়েকজন সঙ্গীও। সেইসব সঙ্গীদেরও তলব করা হতে পারে।আগামী শুক্রবার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সৌমেন্দু অধিকারীকে।

প্রসঙ্গত, কাঁথিতে সারদার বহুতল তৈরির মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন স্পষ্ট ভাবে জানিয়েছে, পুরসভায় ওই প্রকল্পের কাগজপত্রের জন্য ৬০ লাখ টাকা দেওয়া হয়। সে জায়গায় সৌমেন্দু অধিকারীর সাইন করা ৪০ লক্ষ টাকার নথি থাকলেও বাকি ২০ লক্ষ টাকার কোন মানি রিসিপ্ট নেই। এটা কেন, তার কোনও সদুউত্তর দিতে পারেননি সৌমেন্দু। বরং, সৌমেন্দু জানিয়েছেন মানি রিসিট যেটা পাওয়া গেছে তাতে যে স্বাক্ষর সেটা তার নিজের নয়। সেটাও সিগনেচার এক্সপার্ট দিয়ে খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। এছাড়াও যে সময় তিনি লন্ডনে যান সেই সময় চেয়ারম্যান হিসেবে সাড়ে ৬ হাজার টাকা সাম্মানিক ভাতা পেতেন। এককালীন এত মোটা অংকের টাকা কোথা থেকে এল তা খতিয়ে দেখবে পুলিশ।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version