Saturday, November 8, 2025

দিওয়ালির আগে বড় সুখবর কেন্দ্রের! বোনাস পাচ্ছেন রেলকর্মীরা

Date:

দিওয়ালির মুখে সুখবর শোনাল কেন্দ্র। বুধবার অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus) মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। গ্রুপ বি (Group B) এবং গ্রুপ সি-র (Group C) যেসব নন-গেজেটেড কর্মী যাঁরা কোনও অ্যাড হক বোনাস স্কিমের আওতায় নেই, তাঁরা এই সুযোগসুবিধা পাবেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (Central Paramilitary Forces) এবং সশস্ত্র বাহিনীর জওয়ানরাও (Armed Forces Jawan) এই বোনাস স্কিমের (Bonus Scheme) আওতায় আসবেন। একইসঙ্গে বোনাস পাচ্ছেন রেল কর্মীরাও। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ সালের জন্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ৩০ দিনের বেতনের সমতুল্য হবে। এক্ষেত্রে সেই সরকারি কর্মী গ্রুপ বি নন গেজেটেড (Non Gazetted) এবং গ্রুপ সি যে পদের থাকুন না কেন, তাঁদের ২০২১-২২ আর্থিক বছরের নিরিখে এই বোনাস নির্ধারিত হবে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজ করা ক্যাজুয়াল লেবাদেরও (Casual Labour) বোনাসের আওতায় আনা হয়েছে। যেসব কর্মী সপ্তাহের ছয়দিন হিসেবে বছরে কমপক্ষে ২৪০ দিন হিসেবে ৩ বছর কিংবা তার বেশি সময় ধরে কাজ করেছেন, তাঁরা এই বোনাসের আওতায় আসবেন। পাশাপাশি যেসব অফিসে ৫ দিন কাজ তাঁরাও এই সুযোগসুবিধা পাবেন। এঁদের ক্ষেত্রে বোনাসের পরিমাণ হবে ১১৮৪ টাকা।

তবে কেন্দ্রীয় সরকারের তরফে নন গেজেটেড রেলকর্মীদের জন্য ২০২১-২২ আর্থিক বছরের ৭৮ দিনের মজুরির সমতুল্য অ্যাড হক বোনাস হিসেবে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১১.২৭ লক্ষ নন গেজেটেড রেলকর্মী উপকৃত হবেন। তবে এর মধ্যে আরপিএফ জওয়ানরা (RPF Jawan) পড়বেন না। ইতিমধ্যে রেলকর্মীদের ৭৮ দিনের বোনাস দিতে কেন্দ্রের খরচ ধরা হয়েছে ১৮৩২.০৯ কোটি টাকা। রেলকর্মীদের জন্য বোনাসের সর্বোচ্চ পরিমাণ হবে ১৭৯৫১ টাকা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version