Saturday, November 15, 2025

‘মাথায় সোনিয়ার হাত!’ আগের মন্তব্য অস্বীকার করে গোটা ঘটনাকে গুজব বলে দাবি খাড়গের

Date:

আসন্ন কংগ্রেস সভাপতি নির্বাচনে(Congress presidential election) সোনিয়া গান্ধী(Sonia Gandhi) তাঁর নাম প্রস্তাব করেননি। এমনকি তাঁকে সমর্থন করারও কোন প্রতিশ্রুতি দেননি। এই ধরনের যেসব বক্তব্য প্রকাশ্যে আসছে তাকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)।

কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন বলিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে। দলীয় নেতৃত্বের কাছে ভোট চাইতে মঙ্গলবার গুয়াহাটিতে গিয়েছিলেন তিনি। সেখানেই এইসব মন্তব্যকে গুজব বলে দাবি করে তিনি স্পষ্ট জানান, “একটা গুজব রটেছে যে, সনিয়া দলের সভাপতি হিসাবে আমার নাম প্রস্তাব করেছেন। আমি কখনও এমন কোনও দাবি করিনি। তিনি (সনিয়া) আমায় স্পষ্ট জানিয়েছিলেন যে, গান্ধী পরিবারের কেউ সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং কোনও প্রার্থীকে সমর্থন করবেন না।” পাশাপাশি তারা আরো দাবি দলের ভাবমূর্তি নষ্ট করতেই কেউ কেউ এই ধরনের গুজব ছড়াচ্ছে।

যদিও কংগ্রেস সূত্রের খবর, দলীয় নেতাদের কাছে ভোট চাইতে গিয়ে এর আগে খোদ খাড়্গে দাবি করেছিলেন, স্বয়ং সোনিয়া গান্ধীর ইচ্ছেতেই সভাপতি নির্বাচনে নেমেছেন তিনি। তিনি দাবি করেন, সোনিয়া গান্ধীর কাছে কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য দু তিনটি নাম প্রস্তাব করতে চেয়েছিলেন। কিন্তু সোনিয়া তাকে জানান অন্য কারো নাম নয় তিনি খাড়্গেকেই চান। শুধু সনিয়া নন, গোটা গান্ধী পরিবারের ‘হাত’ এই প্রবীণ রাজনীতিকের মাথাতেই রয়েছে বলেই বার্তা রটে যায় কংগ্রেসের অন্দরে।

এদিকে, শতাব্দীপ্রাচীন কংগ্ৰেস দলের সভাপতি নির্বাচনে খড়্গের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শশী থারুর(Shashi Tharoor)। থারুর কিছু দিন আগেই খড়্গেকে ‘পিতামহ ভীষ্ম’ বলে সম্বোধন করেছিলেন। থারুরের কথায় প্রাথমিক ভাবে সম্ভ্রম এবং সৌহার্দ্যের ভাব দেখা গেলেও, পরে দলেরই একাংশ বলতে থাকেন, থারুর আসলে দলের ‘বয়স্কতন্ত্র’কে আক্রমণ করতে চেয়েছেন। থারুর-শিবিরের বক্তব্য, নতুন প্রজন্মের মধ্যে তাঁর একটা স্বতন্ত্র পরিচিতি এবং গ্রহণযোগ্যতা আছে। তাঁদের অভিযোগ, দলের প্রাচীনপন্থী নেতারা তাই খড়্গেকে দিয়ে থারুরের যাত্রাভঙ্গ করতে চাইছেন।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version