Thursday, August 21, 2025

সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে মহারাজকে, ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

Date:

বিসিসিআই (BCCI) সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বৃহস্পতিবার এক বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিলেন মহারাজ। তবে ভবিষ্যতে কী করবেন তিনি তা স্পষ্ট করে না বললেও অন্য কিছু করার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যে একদিনে তৈরি হয় না। এমনটাও জানাতে ভুললেন না মহারাজ।

বৃহস্পতিবার কলকাতায় বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ”সমস্ত কিছুরই একটা শেষ রয়েছে। শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয়। কোনও কিছুই একদিনে তৈরি হয় না। নরেন্দ্র মোদি একদিনে প্রধানমন্ত্রী হননি। সচিনের সফল হওয়ার পেছনেও দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। আমি এতদিন প্রশাসক ছিলাম এখন অন্য কিছু করব।”

অনুষ্ঠানে একটি ভিডিও দেখান হয়, যেখানে দেখা যায় বল করছেন স্টুয়ার্ট বিনি। সেই ভিডিও নিয়ে কথা বলার পাশাপাশি সম্ভাব্য বোর্ড সভাপতি রজার বিনিকেও খোঁচা দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ”এটা কিন্তু রজার বিনি নন, স্টুয়ার্ট বিনি।”

সামনেই টি২০ বিশ্বকাপ। সেখানে ভারত ভাল খেলবে বলেই আশাবাদী সৌরভ। তিনি বলেন, ”রোহিত শর্মার ভারত যথেষ্ট ভাল দল। প্রস্তুতি নেওয়ার পাশপাশি অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা। আমি দেখলাম। দারুণ দল আশা করব ভাল খেলবে।”

আরও পড়ুন:বোর্ড সভাপতি থেকে সরে গিয়ে কী বললেন অভিমানী সৌরভ?

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version