Tuesday, August 26, 2025

ইউক্রেন ন্যাটোয় যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চরম হুঁশিয়ারি রাশিয়ার

Date:

ইউক্রেন (Ukraine) যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর (NATO) সামরিক জোটের (Military Alliance) সঙ্গে গাঁটছড়া বাঁধে, সেক্ষেত্রে রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia Ukraine Clash) তৃতীয় বিশ্বযুদ্ধের (Third World War) জন্ম দেবে। সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের (Russian Security Council Officer) এক কর্তা। তবে ন্যাটোর সদস্য হতে গেলে কমপক্ষে ৩০ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আর তা না হলে ন্যাটোর অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮ শতাংশ পর্যন্ত অধিগ্রহণের (Acqusition) ঘোষণা করেন। আর তার কিছু সময় পরই ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Vladimir Jelensky) ন্যাটোর দ্রুত সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানান। এরপরই ইউক্রেনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) জানিয়েছেন, কিভ কিন্তু ভালভাবেই জানে এমন কঠিন পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের পথকেই সুগম করছে।

নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) ডেপুটি জানিয়েছেন, তিনি ইউক্রেনের ন্যাটোর সদস্য পদের আবেদনটিকে শুধুমাত্র ‘প্রচার’ (Propaganda) বলেই মনে করেন। তিনি আরও জানিয়েছেন, এই ধরণের আত্মঘাতী পদক্ষেপ ন্যাটোর সদস্যরা পরিষ্কার বুঝতে পেরেছেন।

অন্যদিকে রাষ্ট্রসংঘে বুধবার রুশ বিরোধী প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। ইউক্রেনে গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল। ভারত-সহ ৩৫টি দেশ সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে। ইউক্রেনে গণভোটের মাধ্যমে চারটি অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া, আর এই পদক্ষেপের তীব্র নিন্দা করে খসড়া প্রস্তাব পেশ করা হয় রাষ্ট্রসংঘে।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version