Tuesday, August 26, 2025

দুর্গাপুজোয় আসেননি, মুখরক্ষায় কালীপুজোয় শাহকে আনতে মরিয়া বঙ্গ বিজেপি

Date:

রাজ্য বিজেপি নেতারা দাবি করেছিলেন, দুর্গা পুজোয় বাংলায় আসবেন অমিত শাহ। উদ্বোধন করবেন বেশ কয়েকটি পুজো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সে গুড়ে বালি। পুজোতে বাংলামুখো হননি অমিত শাহ। ফলে শাহর আগমন দাবি করেও তাঁকে বাংলায় নিয়ে আসতে না পারার জন্য রাজ্য বিজেপি নেতাদের মুখ পুড়েছে।

আরও পড়ুন: মহালয়ার দিন রাজ্যে আসছেন অমিত শাহ, জানেনই না দিলীপ ঘোষ

দুর্গাপুজোর সেই “ব্যর্থতা” সামাল দিতে আসন্ন কালীপুজো এবং দীপাবলির দিকে এখন তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্তত কালীপুজোয় অমিত শাহকে মুখরক্ষা করতে চাইছেন তাঁরা। যদিও কেন্দ্রীয় বিজেপির অন্দরের খবর, কালীপুজোর সময়ও অমিত শাহের বাংলায় যাওয়ার কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কালীপুজোর পরে অমিত শাহ নয়, বরং কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

দু’বছর পর করোনা মহামারি কাটিয়ে ফের ছন্দে ফিরেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ইউনেস্কোর স্বীকৃতি এই উৎসবের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে। কলকাতা তথা বাংলার একের পর পুজোর সঙ্গে যুক্ত থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীরা উৎসবের মধ্যে জনসংযোগ বাড়িয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন করেছেন। ফের রোড রোডে রাজ্য সরকারের উদ্যোগে ফিরেছে দুর্গা বিসর্জনের মেগা কার্নিভাল। শহর থেকে জেলা, তৃণমূলের উদ্যোগে হচ্ছে বিজয়া সম্মেলনী। ফলে সাংগঠনিক ভাবে দুর্গাপুজোকে দারুণ কাজে লাগিয়েছেন তৃণমূল।

সেখানে ইজেডসিসি-তে বিজেপির শেষবছরে পুজোর জৌলুস একেবারেই ছিল না। নমো নমো করে হয়েছে সেই পুজো। তার মধ্যে অমিত শাহ না আসায় মুখ পুড়েছে। দেড় বছর পরের লোকসভা নির্বাচন এবং রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই জে পি নাড্ডা বঙ্গ বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, জনসংযোগে জোর দেওয়ার জন্য। তা মাথায় রেখেই শারদোৎসবকে বেছে নিয়েছিলেন বিজেপি নেতারা। তবে শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতিতে সেই প্রক্রিয়ায় ভাটা ছিল।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version