Sunday, May 4, 2025

ঋণখেলাপীদের (Debtor) থেকে দ্রুত ঋণ (Loan) আদায় করতে হবে। ক্রমশ ঋণ আদায়ের চাপ বাড়ছিল ব্যাঙ্ক ম্যানেজারের (Bank Manager) উপর। উপায় খুঁজে না পেয়ে নিজের নামে ঋণ নিয়ে সেই টাকায় পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কিন্তু তাঁর এমন সিদ্ধান্তই যে তাঁর জীবনে চরম বিপর্যয় ডেকে আনবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তিনি। যত দিন যেতে লাগল ততই আর্থিক দেনায় জর্জরিত হয়ে পড়ছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) ওই ব্যাঙ্ক ম্যানেজার। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে এবং দেনার দায় থেকে বাঁচতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন তিনি। জানা গিয়েছে, মৃ*ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম ভিসাপ্রাগাদা শ্রীকান্ত।

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার পিথাপুরমের বাসিন্দা শ্রীকান্ত ইউকো ব্যাংকের (Uco Bank) ইয়ানাম শাখার ম্যানেজার। আর তাঁর শাখা থেকেই ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না অনেকেই। যার চাপ এসে পড়ে ম্যানেজারেরই ঘাড়ে। উপরমহল থেকে ক্রমাগত চাপ আসতে থাকে। যার জেরে হতাশাগ্রস্ত (Depressed) হয়ে পড়েন ওই ব্যাঙ্ক ম্যানেজার। বহু চেষ্টা করেও ঋণখেলাপীদের থেকে কোনও টাকাই আদায় করতে পারেননি তিনি। আর তার জেরেই এমন চরম পথ বেছে নিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই ব্যাঙ্ক ম্যানেজার।

তবে দিনদিন বাড়তে থাকা সুদের হারের (Interest Rates) ধাক্কায় ক্রমশই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল ম্যানেজারের। সংসারও চলছিল টেনেটুনে। অনেক চেষ্টা করেও তিনি বিষয়টিকে বাগে আনতে পারছিলেন না। শেষ পর্যন্ত ঋণ আদায় করতে না পারার চিন্তা ও আর্থিক দুরবস্থার চাপে অবসাদে ভুগতে শুরু করেন শ্রীকান্ত। পরিবার সূত্রে খবর, ইদানিং কারও সঙ্গে কথা বলতেন না। একা থাকতে চাইতেন। এরপরই বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যাংক ম্যানেজার। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনার তদন্তে (Investigation) নেমেছে পুলিশ। এর পিছনে অন্য কোনও কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...
Exit mobile version