Saturday, November 8, 2025

মর্মান্তিক! ঋণ আদায় করতে না পেরে চরম পথ বাছলেন ব্যাঙ্ক ম্যানেজার

Date:

ঋণখেলাপীদের (Debtor) থেকে দ্রুত ঋণ (Loan) আদায় করতে হবে। ক্রমশ ঋণ আদায়ের চাপ বাড়ছিল ব্যাঙ্ক ম্যানেজারের (Bank Manager) উপর। উপায় খুঁজে না পেয়ে নিজের নামে ঋণ নিয়ে সেই টাকায় পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কিন্তু তাঁর এমন সিদ্ধান্তই যে তাঁর জীবনে চরম বিপর্যয় ডেকে আনবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তিনি। যত দিন যেতে লাগল ততই আর্থিক দেনায় জর্জরিত হয়ে পড়ছিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) ওই ব্যাঙ্ক ম্যানেজার। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচাতে এবং দেনার দায় থেকে বাঁচতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন তিনি। জানা গিয়েছে, মৃ*ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম ভিসাপ্রাগাদা শ্রীকান্ত।

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার পিথাপুরমের বাসিন্দা শ্রীকান্ত ইউকো ব্যাংকের (Uco Bank) ইয়ানাম শাখার ম্যানেজার। আর তাঁর শাখা থেকেই ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না অনেকেই। যার চাপ এসে পড়ে ম্যানেজারেরই ঘাড়ে। উপরমহল থেকে ক্রমাগত চাপ আসতে থাকে। যার জেরে হতাশাগ্রস্ত (Depressed) হয়ে পড়েন ওই ব্যাঙ্ক ম্যানেজার। বহু চেষ্টা করেও ঋণখেলাপীদের থেকে কোনও টাকাই আদায় করতে পারেননি তিনি। আর তার জেরেই এমন চরম পথ বেছে নিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ওই ব্যাঙ্ক ম্যানেজার।

তবে দিনদিন বাড়তে থাকা সুদের হারের (Interest Rates) ধাক্কায় ক্রমশই পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল ম্যানেজারের। সংসারও চলছিল টেনেটুনে। অনেক চেষ্টা করেও তিনি বিষয়টিকে বাগে আনতে পারছিলেন না। শেষ পর্যন্ত ঋণ আদায় করতে না পারার চিন্তা ও আর্থিক দুরবস্থার চাপে অবসাদে ভুগতে শুরু করেন শ্রীকান্ত। পরিবার সূত্রে খবর, ইদানিং কারও সঙ্গে কথা বলতেন না। একা থাকতে চাইতেন। এরপরই বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যাংক ম্যানেজার। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঘটনার তদন্তে (Investigation) নেমেছে পুলিশ। এর পিছনে অন্য কোনও কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version