Sunday, November 9, 2025

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল : সূত্র

Date:

প্রায় কয়েক বছর পর ফের পাকিস্তানে খেলতে যেতে পারে ভারতীয় দল ( India Team)। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ (Asia cup) খেলতে পাকিস্তান যেতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তান যেতে পারে ভারত। সেই সংবাদ সংস্থা সূত্রের খবর, এই নিয়ে বোর্ডের কর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন। যদিও ভারত সরকারের অনুমতি পেলে তবেই পাকিস্তানে যেতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্টগুলিতে। পাকিস্তানেও অনেক দিন যায় না ভারত। ভারত শেষবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সেবার টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছিল দুই দেশ। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষবার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। তাই ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে যদি সত্যিই রোহিত শর্মারা পাকিস্তানে যায়, তাহলে দুই দেশের ক্রিকেটিং সম্পর্কের ক্ষেত্রে সেটি বড় মাইলফলক হবে। তবে এই সব কিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর। এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ভারতের পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর।”

যদিও ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে সরকারের অনুমতি প্রয়োজন। এখনই তা সম্ভব নয় বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:রবিবার সামনে কেরাল, ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version