Sunday, November 9, 2025

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল : সূত্র

Date:

প্রায় কয়েক বছর পর ফের পাকিস্তানে খেলতে যেতে পারে ভারতীয় দল ( India Team)। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী ২০২৩ এশিয়া কাপ (Asia cup) খেলতে পাকিস্তান যেতে পারে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে এশিয়া কাপ হবে পাকিস্তানে। সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তান যেতে পারে ভারত। সেই সংবাদ সংস্থা সূত্রের খবর, এই নিয়ে বোর্ডের কর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন। যদিও ভারত সরকারের অনুমতি পেলে তবেই পাকিস্তানে যেতে পারবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু দেখা হয় বিশ্ব টুর্নামেন্টগুলিতে। পাকিস্তানেও অনেক দিন যায় না ভারত। ভারত শেষবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ২০০৬ সালে। সেবার টেস্ট এবং একদিনের সিরিজ খেলেছিল দুই দেশ। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। সেটাই ভারতের শেষবার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া। তাই ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে যদি সত্যিই রোহিত শর্মারা পাকিস্তানে যায়, তাহলে দুই দেশের ক্রিকেটিং সম্পর্কের ক্ষেত্রে সেটি বড় মাইলফলক হবে। তবে এই সব কিছুই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর। এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ভারতের পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর।”

যদিও ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে সরকারের অনুমতি প্রয়োজন। এখনই তা সম্ভব নয় বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:রবিবার সামনে কেরাল, ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version