Tuesday, November 11, 2025

গরু পাচার মামলায় ধৃত সায়গলকে হেফাজতে নিতে দিল্লির আদালতের দ্বারস্থ ইডি, সোমবার শুনানি

Date:

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী (Security Personnel) সায়গল হোসেনকে (Saigal Hossain) নিজেদের হেফাজতে (Coustody) নিতে শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের (Delhi Rouse Avenue Court) দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আগামী সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর এই মামলার শুনানির দিন ধার্য করেছে দিল্লির ওই আদালত। এর আগে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) সায়গলকে নিয়ে ইডির আবেদন খারিজ করে দেয় আসানসোলের অবসরকালীন আদালত (Asansol Vacation Court) ও পরে কলকাতা হাইকোর্টেও (Kolkata High Court) ধাক্কা খান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরই কোনও উপায় না পেয়ে অনুব্রতর দেহরক্ষীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয় ইডি। বর্তমানে আসানসোলের সংশোধনাগারেই (Asansol Jail) রয়েছেন সায়গল।

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে কিছুদিন আগেই আসানসোলে সংশোধনাগারে গিয়ে সায়গলকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডির আধিকারিকরা। কিন্তু ইডি অভিযোগ জানায়, সায়গল তদন্তে সহযোগিতা করছে না। সেই কারণে, জেলবন্দী সায়গলকে গ্রেফতার করে ইডি এবং নিজেদের হেফাজতে নিতে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনুমান, গরু পাচার কাণ্ডে সায়গলকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। কিন্তু আসানসোল সংশোধনাগারে জেরা করার সময় অনুব্রতর দেহরক্ষী তদন্তে সহযোগিতা করছিল না বলেই অভিযোগ এবং সেই কারণেই ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট (Production Warrant) না থাকলে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লিতে নিয়ে যেতে পারে না ইডি। এবিষয়ে দিল্লিতে পিএমপিএল আদালতই (Delhi PMPL Court) এই ওয়ারেন্ট দিতে পারে বলে জানায় হাইকোর্ট।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version