Thursday, November 13, 2025

জামতাড়ায় অভিযান STF-এর, বাড়ির নিচের চেম্বারে অস্ত্র কারখানার হদিশ

Date:

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তি। জামতারা থেকে বাংলায় অস্ত্র পাচার করতে গিয়ে সিঁথির মোড়ের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এবার অস্ত্র-কারখানার আঁতুর ঘরের সন্ধান পেল কলকাতা পুলিশের এসটিএফ। জামতাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পাওয়া গেল গোপন অস্ত্র কারখানার হদিশ। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের পাশাপাশি অস্ত্র তৈরীর কাঁচামাল উদ্ধার হয়েছে এখান থেকে।

পুলিশ সূত্রে খবর, কার্বাইন–সহ চারজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের মধ্যে মহম্মদ ইমতিয়াজ মুঙ্গেরের অস্ত্র কারবারি। তার ছেলে মহম্মদ সাহিল মালিক এবং দুই সঙ্গী ইন্দ্রজিৎ শর্মা ও ভিকি প্রসাদকেও গ্রেফতার করা হয়েছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গোপন অস্ত্র কারখানার হদিস পাওয়া যায়। মহম্মদ ইমতিয়াজ বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহজাহান খানের বাড়ির নীচে সুড়ঙ্গের মতো একটি ব্যবস্থা করা ছিল। সেখানে অস্ত্র তৈরি করা হতো। জামতাড়া জেলার মিহিজাম এলাকায় এই অস্ত্র কারখানার খোঁজ পায় কলকাতা পুলিশের এসটিএফ।

এদিন সেখানে তল্লাশি চালিয়ে ৭টি অসমাপ্ত পিস্তল পাওয়া গিয়েছে। পাশাপাশি কার্বাইন, পিস্তল এবং অন্যান্য অস্ত্র তৈরির কাঁচামাল, যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের থেকে অত্যাধুনিক কার্বাইন, দু’টি ম্যাগাজিন, ১০টি আগ্নেয়াস্ত্র এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। এদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর তাদেরকে জেরা করেই ঝাড়খণ্ডে গোপন অস্ত্র কারখানার হদিস মিলল।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version