Thursday, August 21, 2025

জামতাড়ায় অভিযান STF-এর, বাড়ির নিচের চেম্বারে অস্ত্র কারখানার হদিশ

Date:

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তি। জামতারা থেকে বাংলায় অস্ত্র পাচার করতে গিয়ে সিঁথির মোড়ের কাছে হাতেনাতে ধরা পড়ে সে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এবার অস্ত্র-কারখানার আঁতুর ঘরের সন্ধান পেল কলকাতা পুলিশের এসটিএফ। জামতাড়ায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে পাওয়া গেল গোপন অস্ত্র কারখানার হদিশ। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের পাশাপাশি অস্ত্র তৈরীর কাঁচামাল উদ্ধার হয়েছে এখান থেকে।

পুলিশ সূত্রে খবর, কার্বাইন–সহ চারজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাদের মধ্যে মহম্মদ ইমতিয়াজ মুঙ্গেরের অস্ত্র কারবারি। তার ছেলে মহম্মদ সাহিল মালিক এবং দুই সঙ্গী ইন্দ্রজিৎ শর্মা ও ভিকি প্রসাদকেও গ্রেফতার করা হয়েছিল। এদের জিজ্ঞাসাবাদ করেই গোপন অস্ত্র কারখানার হদিস পাওয়া যায়। মহম্মদ ইমতিয়াজ বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা শাহজাহান খানের বাড়ির নীচে সুড়ঙ্গের মতো একটি ব্যবস্থা করা ছিল। সেখানে অস্ত্র তৈরি করা হতো। জামতাড়া জেলার মিহিজাম এলাকায় এই অস্ত্র কারখানার খোঁজ পায় কলকাতা পুলিশের এসটিএফ।

এদিন সেখানে তল্লাশি চালিয়ে ৭টি অসমাপ্ত পিস্তল পাওয়া গিয়েছে। পাশাপাশি কার্বাইন, পিস্তল এবং অন্যান্য অস্ত্র তৈরির কাঁচামাল, যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের থেকে অত্যাধুনিক কার্বাইন, দু’টি ম্যাগাজিন, ১০টি আগ্নেয়াস্ত্র এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। এদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর তাদেরকে জেরা করেই ঝাড়খণ্ডে গোপন অস্ত্র কারখানার হদিস মিলল।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version